ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাদের উপর বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে শনিবার রাত থেকেই পাহাড় থেকে সমতল শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল বাংলা। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর হামলা, তাঁদের গ্রেফতার করে হেনস্থার প্রতিবাদে বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ-মিছিল করছেন।
আরও পড়ুন-ত্রিপুরায় প্রাণ সংশয় অভিষেকের, পাশে বসিয়ে দেওয়া হয় গুন্ডাদের: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর
হাওড়ার (সদর) যুব তৃণমূলের সভাপতি গোবিন্দ সাহার নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়েছে। মিছিলে পা মেলান শহরের অসংখ্য যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক। মিছিল থেকে ত্রিপুরার ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন তাঁরা। দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার সত্যেন বোস রোড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা হয়ে নাজিরগঞ্জ থানার সামনে এসে শেষ হয় মিছিল।
দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। রবিবার সকালে, ক্যানিংয়ের ১ নম্বর ব্লকে প্রতিবাদ মিছিল-সহ বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করা হল। কর্মসূচিতে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। পরেশরাম জানান, ‘ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র ফেরানোর ডাক দিয়েছেন। সেখানকার বিজেপি সরকার ভয় পেয়ে নির্মম অত্যাচার চালিয়েছে দলীয় নেৃতৃত্বের উপর। তারই প্রতিবাদে এই কর্মসূচি।’ প্রতিবাদ মিছিল হয় কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে। ছাত্র ও যুব কর্মীরা চৌরাস্তায় কিছুক্ষণের জন্য অবরোধ করেন। ১৪ নং ওয়ার্ডের বিদায়ী পুরপিতা পীযূষকান্তি বারিকের নেতৃত্বে দলের যুব কর্মীরা বিক্ষোভে সামিল হন।
শান্তিপুরে আইএনটিটিইউসি-র শান্তিপুর ইউনিট ও রানাঘাট তৃণমূল কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে শুভংকর মিশ্র বলেন, বিজেপি কর্মীরা বর্বরোচিত আক্রমণ করেছে আমাদের নেতৃত্বের ওপর, তা কোনমতেই মেনে নিতে পারি না। ত্রিপুরার মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে বিজেপির দ্বারা। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে বলে জানান তিনি।
আরও পড়ুন-ত্রিপুরায় আক্রমণে মদত অমিত শাহের, দানবীয় শাসন চলছে, জল পায়নি আহতরা: মমতা
বিজেপির নেতা-কর্মীদের সাবধান করে দিলেন দিনহাটার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। শনিবার রাতে হেদারহাটে এক কর্মিসভায় বিজেপির উদ্দেশে উদয়ন বলেন, ‘আপনাদের যেখানে ক্ষমতা আছে সেখানে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর আক্রমণ করবেন। আর এখানে আপনাদের পুজো করব। এটা হবে না। সাবধান হয়ে যান।’ দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ সোমবার সন্ধেয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। বিপ্লবের পদত্যাগও দাবি করা হয়। ইসলামপুর রানিনগরে তৃণমূল কংগ্রেস কর্মীরাও সামিল হন প্রতিবাদে।