প্রতিবেদন : ব্যাঙ্কিং ক্ষেত্রকে ফের অনিশ্চয়তার মধ্যে ফেলতে চলেছে কেন্দ্র। এবার আইডিবিআই ব্যাঙ্ককে (IDBI BANK) পুরোপুরি বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের বিনিয়োগ এবং গণসম্পত্তি মূল্যায়ন বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডে জানিয়েছেন, সরকারের হাতে থাকা আইডিবিআই ব্যাঙ্কের সমস্ত শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।
তুহিনকান্ত জানিয়েছেন, চলতি অর্থবর্ষের শেষে অর্থাৎ মার্চ মাসের শেষেই আইডিবিআই ব্যাঙ্কের (IDBI BANK) এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আনা হবে। যার মাধ্যমে বিভিন্ন কর্পোরেট বা বেসরকারি সংস্থা দরপত্রের মাধ্যমে এই সংস্থাটি কিনতে পারবে। বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আইডিবিআইয়ের ৪৫.৮ শতাংশ শেয়ার আছে কেন্দ্রের হাতে। এই ব্যাঙ্কের সবচেয়ে বেশি শেয়ারের মালিক ভারতীয় জীবনবিমা নিগম। এলআইসির হাতে থাকা শেয়ারের পরিমাণ ৪৯.২৪ শতাংশ। সরকারের তরফে তুহিনকান্ত জানিয়েছেন, নিজেদের হাতে থাকা সমস্ত শেয়ার সরকার ছেড়ে দেবে। একই সঙ্গে এলআইসির হাতে থাকা কিছু শেয়ারও বিক্রি করা হবে।
আরও পড়ুন – দল নির্বাচনে প্রভাব খাটাই না, একহাত ক্ষুব্ধ সৌরভের
রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ এবং বেসরকারীকরণই যেন এখন কেন্দ্রের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ২০২১-২২ অর্থবছরের বাজেটেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের কথা ঘোষণা করেছিলেন সীতারামন। সেবার অর্থমন্ত্রী চারটি মাঝারি মাপের রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কে বিলগ্নীকরণের কথা বলেছিলেন। যদিও সরকার সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
চলতি বছরেই এলআইসির বিলগ্নীকরণ করা হচ্ছে। পাশাপাশি বাজারে আসছে এলআইসির শেয়ার। সূত্রের খবর, এলআইসির শেয়ার বাজারে আসার পরই আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করবে জীবনবিমা নিগম।