প্রতিবেদন : মঙ্গলবার আরও একটা কঠিন ম্যাচ এটিকে মোহনবাগানের। প্রতিপক্ষ আইএসএলে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। এখনও পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থলেমিউ ওগবেচেকে সামলানোই সব থেকে বড় পরীক্ষা হতে যাচ্ছে সবুজ-মেরুন রক্ষণের। হায়দরাবাদকে হারাতে পারলে ফের লিগের প্রথম চারে ঢুকে পড়তে পারবে জুয়ান ফেরান্দোর দল।
আরও পড়ুন-আজ লখনৌতে একাধিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অখিলেশকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক ও জনসভা
দল চোট সমস্যা থেকে পুরোপুরি বেরোতে পারেনি। রয় কৃষ্ণ এখনও পুরোপুরি ফিট নন। মঙ্গলবারের ম্যাচেও তাঁকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডেভিড উইলিয়ামস আগের ম্যাচে চোট পেলেও এখন ফিট। তিনি হয়তো শুরু করবেন। উইলিয়ামসকে এক স্ট্রাইকার রেখেই দল সাজাতে পারেন বাগানের স্প্যানিশ কোচ। পিছন থেকে হুগো বোউমাস, লিস্টন কোলাসো, মনবীর সিংকে দিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে গোলমুখ খুলতে চান জুয়ান। ওগবেচের মতো স্ট্রাইকারকে আটকাতে সন্দেশ ঝিঙ্গানকে খেলিয়ে রক্ষণ মজবুতের পরিকল্পনাও থাকতে পারে কোচের। ম্যাচের আগের দিন অবশ্য রণকৌশল ফাঁস করেননি জুয়ান। স্প্যানিশ কোচ বলেন, ‘‘শুধু ওগবেচেকে নিয়ে পরিকল্পনা করে তো লাভ নেই। ওগবেচের পিছনে গোটা দল আছে, ওরাই ওকে বল বাড়াবে। ওদের গোটা দলকেই আটকাতে হবে।”
আরও পড়ুন-বিদেশি ক্লাবে গিয়ে ভুল করিনি : ঝিঙ্গান
ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে মুম্বইয়ের বিরুদ্ধে খেলা শেষের পাঁচ মিনিট আগে নামিয়েছিলেন। মঙ্গলবার কি তরুণ ফুটবলার আরও আগে নামতে পারেন? উত্তরে এদিন জুয়ান বলেন, ‘‘কিয়ান একশো শতাংশ তৈরি নয়। কারণ, ওর হাঁটুতে কিছু সমস্যা রয়েছে। ওকে বিশেষ মুহূর্তে নামানো যেতে পারে। যেমন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওকে নামিয়েছিলাম সিস্টেম বদল করার জন্য। এতে ওর ভূমিকা ছিল। কিন্তু মুম্বই ম্যাচে যে নতুন সিস্টেমে খেলি, তাতে ওকে দরকার ছিল না। শুধু ওকে নামিয়ে চোটের ঝুঁকি বাড়ানোর মানে নেই।”
আজ আইএসএলে
এটিকে মোহনবাগান বনাম
হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০)