মিতা নন্দী, ঝাড়গ্রাম : ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে দলীয় ১৮ জন প্রার্থীকে বিজয়ী করার ডাক দিল ঝাড়গ্রাম জেলা তৃণমূল। বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের শ্রীরামপুর, চণ্ডীপুর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে পুরসভার নির্বাচনী বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গি। কর্মীদের উদ্দেশ্যে প্রসূনবাবু জানান, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতীক একটাই।
আরও পড়ুন-১১ দফা দাবী নিয়ে ত্রিপুরার ৫৮ টি ব্লকে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন
এখন অন্য কোনও দিকে না তাকিয়ে আমাদের সকলের একটাই কাজ, দল যাঁদের মনোনীত করেছে তাঁদের ভোটে জয়ী করে আনা। তার জন্য প্রথম দিন থেকেই মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। জনসংযোগ বাড়াতে হবে। সরকার তথা দিদির উন্নয়নের কর্মযজ্ঞের কথা তুলে ধরতে হবে মানুষের কাছে। এদিন প্রসূনবাবু বলেন, আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত পরিশ্রম করেন। রাজ্য সামলে সর্বভারতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে একটা বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন।
আরও পড়ুন-দুয়ারেই মিলবে নাগরিক পরিষেবা
আর আমরা আমাদের মতো কর্মীরা সেটা দেখে শিখব না? দিদি মানুষের জন্য সমস্ত প্রকল্প করে দিয়েছেন। আমাদের মানুষকে বোঝাতে হবে। গত বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার ৪টি বিধানসভা আসনে জয়লাভ করেছি বলে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। পুরসভার জন্য ফের শূন্য থেকে একযোগে সবাই মিলে লড়াই করতে হবে। একই কথা তৃণমূল জেলা সভাপতি দেবনাথ হাঁসদারও।