১১ দফা দাবী নিয়ে ত্রিপুরার ৫৮ টি ব্লকে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন

ত্রিপুরা থেকে ২০০ কিলোমিটার দূরে ধর্মনগরে বিডিও র দফতরের সামনে মিছিল করে যান তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী- সমর্থকরা।

Must read

১১ দফা দাবীতে ত্রিপুরার ৫৮ টি ব্লকে গণ ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসনে অবহেলিত ত্রিপুরা। উন্নয়ন বলে কিছু নেই। কর্মসংস্থান নেই। এভাবে ত্রিপুরাবাসীর অভাব অভিযোগকে সামনে রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। বুধবার প্রথম এর শুরুয়াত করেন ত্রিপুরার স্টিয়ারিং কমিটির নেতা সুবল ভৌমিক।

আরও পড়ুন-দুয়ারেই মিলবে নাগরিক পরিষেবা

আগরতলা থেকে ২০০ কিলোমিটার দূরে ধর্মনগরে বিডিও র দফতরের সামনে মিছিল করে যান তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী- সমর্থকরা। সেখানে ডেপুটেশন এর পরে সুবল ভৌমিক জানান, বিজেপি সরকার শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ঘোরেন। মাটির সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। ত্রিপুরার মানুষ কি অপরিসীম কষ্টে দিন কাটাচ্ছে তা বিজেপি সরকার দেখেও না। সাধারণ মানুষের জন্য কোনো ভাবনাই ত্রিপুরার বিজেপি সরকারে র নেই।

আরও পড়ুন-বাঁচাতে হবে লোকসংস্কৃতি

২০২৩ এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে এরকম আন্দোলন আরও হবে বলে জানিয়েছেন ত্রিপুরার তৃনমুল কংগ্রেস নেতৃত্ব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা হবে

Latest article