প্রতিবেদন : একবার অনুরোধ নাকচ হয়েছে। সিএবি দ্বিতীয়বার বিসিসিআইয়ের কাছে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি চাইল।
কাল ইডেনে প্রথম টি-২০ ম্যাচ। তাতে অবশ্য মাঠে দর্শক প্রবেশের কোনও সম্ভাবনা নেই। কিন্তু ১৮ ও ২০ ফেব্রুয়ারির বাকি দুই ম্যাচে যাতে ইডেনে অল্প সংখ্যক দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তারজন্য ফের বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
আরও পড়ুন-উত্তরের রায়
আগে ঠিক ছিল ইডেনে দু’দলের প্র্যাকটিসে রিপোর্টারদের ক্লাব হাউসের অপর টিয়ারে প্রবেশের অনুমতি থাকলেও চিত্র সাংবাদিকদের জন্য অনুমতি থাকবে না। কিন্তু সোমবার সিদ্ধান্ত বদলে তাঁদেরও শুধু প্র্যাকটিসে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিসিসিআই আগেই হসপিটালিটি বক্স ও আপার টিয়ারে স্পনসর, তাদের প্রতিনিধি ও ক্লাবের প্রতিনিধিদের ম্যাচে আসার অনুমতি দিয়েছে। এবার দর্শকদেরও মাঠে আনতে শেষ চেষ্টা চালাচ্ছে সিএবি। তাদের তরফে বলা হচ্ছে, প্রস্তুতি সারা। অনুমতি মিলে গেলে ইডেনে দর্শক আনতে সমস্যা হবে না।