সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : নিজেদের জীবন বিপন্ন করেও দুই পৃথক ঘটনায় দু’জনের জীবন বাঁচিয়ে রাষ্ট্রীয়স্তরে পুরস্কার পাচ্ছেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগের দুই জওয়ান। রবিবার আদ্রায় আয়োজিত এক অনুষ্ঠানে দু’জনকেই পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান দক্ষিন পূর্ব রেলের আদ্রা বিভাগের সিকিউরিটি কমিশনার দেবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিষ্ণুপুর স্টেশনে কর্মরত আরপিএফের হেড কনস্টেবল সঞ্জিতকুমার রাম পাচ্ছেন ‘উত্তম জীবনরক্ষা’ পদক।
আরও পড়ুন-দলের স্বার্থেই বাদ পড়েছেন রায়না, বললেন সিএসকে সিইও
২০২১–এর ২০ জুলাই তিনি স্টেশনে কর্তব্যরত থাকাকালীন আত্মহত্যায় সচেষ্ট এক ব্যক্তিকে ধেয়ে আসা ট্রেনের সামনে থেকে সরিয়ে দিয়েছিলেন প্রাণের ঝুঁকি নিয়ে। বাঁকুড়ায় কর্মরত আরপিএফ কনস্টেবল বঙ্গু নরসিংহ রাও–ও ২০২১–এর ১২ জানুয়ারি রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যায় উদ্যত একজনকে বাঁচিয়েছিলেন। তিনি পাচ্ছেন ‘জীবনসুরক্ষা’ পদক। খুব শিগগিরই স্বয়ং রাষ্ট্রপতি তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।