বিরোধীরা লড়ুক বিরোধী আসনের জন্য :‌ শশী পাঁজা

কর্মিসভা শেষে সংবাদমাধ্যমকে ১০৮টি পুরসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শশী বলেন, ‘‘মানুষ কেন্দ্রীয় সরকারের ভূমিকা দেখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজও দেখছেন।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় চান, মানুষ যেন ১০০ শতাংশ পরিষেবা পান।’‌’ বললেন মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শশী পাঁজা। সঙ্গে তাঁর বিজেপি ও অন্য বিরোধী দলের উদ্দেশে কটাক্ষ, ‘‘বিরোধীরা লড়ুক কে প্রধান বিরোধী দল হবে, তাই নিয়ে।’’‌ পুর নির্বাচনের আগে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মিসভায় যোগ দিতে সোমবার আসেন শশী। কর্মিসভায় ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা সভাপতি, বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরাও।

আরও পড়ুন-পুরুলিয়ার দুই জওয়ানকে রাষ্ট্রীয় সম্মান

কর্মিসভা শেষে সংবাদমাধ্যমকে ১০৮টি পুরসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে শশী বলেন, ‘‘মানুষ কেন্দ্রীয় সরকারের ভূমিকা দেখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজও দেখছেন। আমরা ভীষণভাবে আশাবাদী। ১২ মাস, ৩৬৫ দিন তৃণমূল কর্মীরা সামাজিক ও রাজনৈতিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকেন। আবারও সেই সুযোগ আমরা চেয়ে নিচ্ছি বালুরঘাট এবং গঙ্গারামপুরে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা একেবারেই মানুষের দুয়ারের প্রতিনিধি হবেন’’‌ এদিন শশী গঙ্গারামপুরেও নির্বাচনী প্রচার মিছিল করেন।

Latest article