বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি : মেগা নিলামের দ্বিতীয় দিন চোটগ্রস্ত জোফ্রা আর্চারকে ৮ কোটি টাকার বিশাল অর্থে দলে নিয়ে বড় চমক দেয় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এটা জানা সত্ত্বেও যে, ইংল্যান্ডের স্পিডস্টারকে এবারের আইপিএলে পাওয়া যাবে না। আর্চার আগামী বছরের আইপিএল থেকে খেলতে পারবেন। আর এখানেই মাস্টারস্ট্রোক দিয়েছে মুম্বইয়ের ফ্র্যঞ্চাইজি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই আগেভাগে আর্চারে বিনিয়োগ করে রাখল ম্যানেজমেন্ট। নিলাম শেষে জানিয়েও দেন মুম্বই মালিক আকাশ আম্বানি।
আরও পড়ুন – বিরাটের ফর্ম নিয়ে চিন্তিত নন রাঠোর
তবে এখন থেকেই জসপ্রীত বুমরার সঙ্গে আর্চারের ভয়ঙ্কর পেস জুটিকে দেখার অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়েছে মুম্বই শিবিরে (Mumbai Indians)। দলের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খানের তর সইছে না বুমরা-আর্চার জুটিকে মাঠে দেখার জন্য। ভারতীয় দলের প্রাক্তন বাঁ-হাতি পেসার বলেন, ‘‘ক্রিকেটপ্রেমীরাও যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে দু’জনের জুটিকে মাঠে দেখার জন্য, আমিও তাই। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে দুই ভয়ঙ্কর ফাস্ট বোলার একসঙ্গে একই দলের হয়ে বোলিং করবে। এই দৃশ্যটা আমরা এখন থেকেই কল্পনা করছি। আগামী দিনে আইপিএলে বুমরা-আর্চার পেস জুটিকে দেখার অপেক্ষায় রয়েছি আমরা।’’ ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, ‘‘এটা মুম্বইয়ের মাস্টারস্ট্রোক। মালিঙ্গা-বুমরা জুটির মতোই সফল হবে আর্চার-বুমরা জুটি।’’