মিতা নন্দী, ঝাড়গ্রাম : ‘‘দিদির উন্নয়নের পক্ষে আছেন মানুষ। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসই পুরবোর্ড গঠন করতে চলেছে।’’ যথেষ্ট দৃঢ় ও আত্মপ্রত্যয়ী মন্তব্য তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি দেবনাথ হাঁসদার। তিনি বলেন, দীর্ঘদিনের বাম পুরবোর্ডকে সরিয়ে ক্ষমতায় এসে মাত্র পাঁচ বছরের মধ্যেই দিদির একটার পর একটা জনকল্যাণমূলক প্রকল্পের রূপায়ণই এই এলাকার ভোল পাল্টে গিয়েছে।
আরও পড়ুন-শেষদিকের প্রচারে চড়ল সুর
শহরের মাটির রাস্তাগুলোকে পিচ করে দেওয়া, পথের ধারে আলো লাগানো, শিবমন্দির চক আর হাসপাতালের কাছে আমজনতার জন্য পানীয় জলের সুব্যবস্থা করা—এই কাজগুলোকেই কোনও গুরুত্ব দেয়নি, করতেও পারেনি প্রায় ৩২ বছরের বাম পুরবোর্ড। তাদের সরিয়ে ২০১৩ সালে পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস চালিত বোর্ড। এসেই এই সব কাজের পাশাপাশি ২০১৭ সালের ৪ এপ্রিল ঝাড়গ্রামকে নতুন জেলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফলে উন্নয়নের পরিধি আরও বেড়ে যায়। এখনও আরও অনেক কাজ হবে জেলায়। কয়েকটি ওয়ার্ডে বিজেপি, নির্দল, সিপিএমের সঙ্গে লড়াই হলেও শেষ হাসি হাসব আমরাই। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। ১৮-০ করার লক্ষ্যে এগোচ্ছি আমরা।