সংবাদদাতা, বারুইপুর: হাতে মাত্র আর দুটো দিন। তারপরেই শেষ হবে রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনী প্রচার। কার্যত ভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভায় (Baruipur Municipality) মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল কার্যত জনস্রোতে পরিণত হল। শুরু হয়েছিল স্থানীয় পদ্মপুকুর থেকে। শেষ হল রাসমাঠে। দীর্ঘ চার কিমি রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ। মিছিলের মানুষের পাশাপাশি রাস্তায় দাঁড়িয়েছিলেন অগণিত সাধারণ মানুষ। মিছিলের পুরভাগে ছিলেন বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া, পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী ও স্থানীয় বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একটি টেম্পোকে নকল ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। সেই টেম্পোতে সওয়ার হয়েছিলেন তাঁরা। এ-ছাড়াও ছিলেন দলের ১৭ জন প্রার্থী। জুন, রাজ হাত নেড়ে নমস্কার জানান পথচলতি মানুষদের। প্রত্যুত্তরে সাধারণ মানুষও হাত নাড়েন ও প্রতি নমস্কার জানান। অনেক জায়গায় আবার ফুল ছোঁড়া হয় তাঁদের উদ্দেশ্য করে। বলা যেতে পারে ফল প্রকাশের আগে সাধারণ মানুষের মধ্যে গণ-উন্মাদনা তৈরি হয়েছিল। কিছুটা জয়ের সেলিব্রেশনের মুডে দেখা গিয়েছে কর্মী-সমর্থকদের। এই পুরসভায় ১৭টি আসন। গতবার বিরোধীরা খাতা খুলতে পারেনি। এবারেও বিরোধীরাশূন্য হবে বলে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন-উন্নয়ন দেখে ময়নাগুড়ি পুরসভা তৃণমূলকে উপহার দেবে মানুষ

