উন্নয়ন দেখে ময়নাগুড়ি পুরসভা তৃণমূলকে উপহার দেবে মানুষ

জলপাইগুড়িতে ৩ মডেল পুরসভা

Must read

সংবাদদাতা: ‘‘জলপাইগুড়ি (Jalpaiguri Municipality) জেলার তিনটি পুরসভাকেই মডেল পুরসভা করা হবে। উন্নয়ন পৌঁছে যাবে মানুষের দুয়ারে। এবার পুরভোটের ময়দানে ময়নাগুড়ি প্রথম। মানুষ এই পুরসভা উপহার দেবেন আমাদের।’’ বুধবার নির্বাচনী কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে জলপাইগুড়ির মানুষের উদ্দেশে এমনটাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। তাই সময়ের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচার এবং কর্মিসভা সেরে তাই কোনওরকম বিশ্রাম নয়। একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেন মন্ত্রী। পুরসভা বিরোধীশূন্য করার ডাক দিয়ে প্রার্থীদের নিয়ে আলোচনা করেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রার্থীদের নির্বাচনের মানচিত্র তৈরি করে দেন অরূপ (Aroop Biswas)। তৃণমূল কংগ্রেসের বিপুল উন্নয়ন পৌঁছে গিয়েছে মানুষের দুয়ারে। প্রচারেই মানুষ সমর্থন জানিয়েছে। তাই জয়ের বিষয়ে একপ্রকার আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। বিরোধীদলগুলি যখন নির্বচন নিয়ে ভাবছে তখনই একধাপ এগিয়ে গিয়ে উন্নয়ন নিয়ে আলোচনা সেরে ফেলছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তাই জলপাইগুড়ি (Jalpaiguri Municipality), ময়নাগুড়ি (Maynaguri Municipality), এবং মাল পুরসভা তিনটি পুরসভাকেই মডেল পুরসভা করার ভাবনা আগেই ঘোষণা করে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগের কথা ফের মনে করিয়ে দেন মন্ত্রী। দলীয় কর্মীদের উদ্দেশে সৌজন্যর বার্তা দিয়ে এদিন মন্ত্রী বলেন, ‘‘বিরোধীদের কোনওভাবেই ছোট করে দেখবেন না। সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দল নির্বিশেষে উন্নয়ন পৌঁছে যাবে সকলের দুয়ারে। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আমরা আত্মবিশ্বাসী। প্রার্থীদের শুভেচ্ছা। মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারা সুযোগ দিন আমরা উন্নয়ন দেব।’’

আরও পড়ুন-মেদিনীপুরে জয় এখন শুধু সময়ের অপেক্ষা

Latest article