বৃহস্পতিবার বিধানসভায় পালিত হল বনমহোৎসব। ২০২০র মত ২০২১ এও সমস্ত কোভিড বিধি মেনে পালিত হল এই উৎসব। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- বিধিনিষেধ বহাল আগস্টের শেষ পর্যন্ত, সংক্রমণ রুখতে বন্ধ লোকাল ট্রেন
বিধানসভার রীতি অনুযায়ী দলমত নির্বিশেষে বিধায়করা সবাই উৎসবে শামিল হন বহু বছর ধরেই। বিধানসভার বিরোধী দলনেতা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। কিন্তু এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা বনমহোৎসব অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন-টেলিমেডিসিন পরিষেবায় প্রথম হুগলি এরপর রয়েছে উত্তবঙ্গের চার জেলা
বিরোধীদের অনুপস্থিতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “দল মত আলাদা হতেই পারে কিন্তু আমরা জনপ্রতিনিধি। বিধানসভার কিছু রীতিনীতি আছে। বিজেপি সেসবের ধার ধারে না। এরা কেন যে বিধানসভায় আসে কে জানে।”