নয়াদিল্লি, ১ মার্চ: দু’বছর বাদে ভারতের মাটিতে ডেভিস কাপের (Davis Cup) আসর বসছে দিল্লিতে। দিল্লি জিমখানা ক্লাবের কোর্টে ভারত ও ডেনমার্কের মধ্যে এই খেলাটি হবে ৪-৫ মার্চ। দুটি দলই তাদের সেরা শক্তি নিয়ে প্রতিদ্বন্দিতায় নামছে। ডেভিস কাপে (Davis Cup) ভারতীয় দলে খেলবেন রামকুমার রামানাথন, য়ুকি ভাম্বরি, প্রাঞ্জেশ গুনেশ্বরণ, রোহন বোপন্না ও দিবিজ শরণ। ডেনমার্ক নামছে মাইকেল ট্রপেগার্ড, জোহানেস ইনগিল্ডসেন, ক্রিশ্চিয়ান সিগার্ড ও এইমার মোলারকে নিয়ে। নেই শুধু তাদের একনম্বর তারকা হেলগার রুনে।
আরও পড়ুন – অ্যাগারকে খুনের হুমকি খারিজ, পাকিস্তানে নিরাপদেই আছি, বলছেন স্মিথ
ওয়ার্ল্ড গ্রুপ ১-এর এই খেলাটি হবে জিমখানা ক্লাবের সবুজ কোর্টে। শেষবার ভারত ঘাসের কোর্ট খেলেছিল ২০১৬-তে চন্ডীগড়ে কোরিয়ার বিরুদ্ধে। তাতে ভারত জিতেছিল ৪-১-এ। রামকুমার ও য়ুকির খেলার স্টাইলের সঙ্গে দিল্লির এই কোর্ট মিলে যাচ্ছে বলে এই কোর্টকে বেছে নিয়েছে ভারতীয় টেনিস ফেডারেশন। ভারতীয় দলের সবথেকে সিনিয়র খেলোয়াড় হলেন বোপন্না। র্যা ঙ্কিংয়ে সবথেকে উঁচুতে অছেন রামকুমার, ১৭৭। এরপর বোপন্না ও গুনেশ্বরণ আছেন যথাক্রমে ২১৩ ও ২৩২ নম্বরে। র্যা ঙ্কিংয়ে ৯০-এ থাকা রুনে ডেনমার্কের হয়ে খেলতে আসেননি। ফলে ডাবলস তারকা ফ্রেডেরিক নিয়েলসনের উপর অনেক ভরসা থাকছে দলের। ৩৮০০ জন দর্শক কোর্টে বসে খেলা দেখতে পারবেন। এই ম্যাচ দেখতে দর্শকদের গ্যালারিতে বসতে দেওয়া হবে। ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল বলেছেন, ‘‘ডেনমার্ক বেশ শক্তিশালী দল। আমরা প্রস্তুতি শুরু করেছি। এবার নিজেদের শক্তির উপর ফোকাস করতে হবে। এটাই আমাদের স্ট্যাটেজি“।