বিরাটের ১০০ টেস্ট, দর্শক না থাকায় হতাশ গাভাসকর

Must read

নয়াদিল্লি, ১ মার্চ: টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। শুক্রবার থেকে চণ্ডীগড়ের মোহালিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। আর প্রথম টেস্টের সব আকর্ষণ একজনকে নিয়ে। তিনি স্বয়ং বিরাট কোহলি। কারণ, মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন অধিনায়ক। কিন্তু দেশের মাঠে দর্শকের সামনে বিরাট তাঁর সেঞ্চুরি টেস্ট ম্যাচ খেলতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি বলেন, ‘‘যে কোনও খেলাতেই আপনি চাইবেন, মাঠে দর্শক থাকুক। সাম্প্রতিক সময়ে ভারত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ খেলেছে। সেঞ্চুরি টেস্ট ভেরি ভেরি স্পেশ্যাল। এটা খুব হতাশাজনক যে, বিরাটের সেঞ্চুরি টেস্টে মাঠে কোনও দর্শক থাকবে না। কিন্তু আমার মনে হয়, সিদ্ধান্তটা বৃহত্তর স্বার্থেই নেওয়া হয়েছে। মোহালিতে কোভিড সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় যেহেতু সেখানে ম্যাচ হবে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে।’’

আরও পড়ুন – মহা শিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা বার্তা মমতা – অভিষেকের

গাভাসকর (Sunil Gavaskar) চাইছেন, মাইলস্টোন টেস্টেই দীর্ঘ সেঞ্চুরির খরা কাটুক বিরাটের। কিংবদন্তি ওপেনার বলছেন, ‘‘স্কুলজীবন থেকে ক্রিকেট খেলার পর দীর্ঘ পথ পেরিয়ে একশো টেস্ট খেলার সম্মান বিশেষ একটা অনুভূতি। আমি আশা করি, বিরাট ওর সেঞ্চুরি টেস্ট ম্যাচ সেঞ্চুরি করেই সেলিব্রেট করবে। খুব বেশি ব্যাটসম্যান এই কীর্তি গড়েনি। আমি জানি, কলিন কাউড্রে সম্ভবত প্রথম লোক যে একশো টেস্ট খেলে, আবার নিজের একশো টেস্টেও সেঞ্চুরি করে। জাভেদ মিঞাদাদ ও অ্যালেক্স স্টুয়ার্টেরও এই কীর্তি আছে।’’

Latest article