গান ভালোবেসে গান

Must read

শুরু হয়ে গেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair)। দ্বিতীয় দিনে যখনই দেখা মিলল এমন একজন ব্যক্তির সঙ্গে, যিনি দেশ-বিদেশ জুড়ে ইংরেজি সাহিত্য পড়ান। তিনি শুধু শিক্ষকই নন ভালো বাঁশি ও ভায়োলিনসহ নানান বাদ্যযন্ত্র বাজানো। তাঁর নাম প্রিয়াংশু কৌশিক বাড়ি মালদা। ২০২০তে তিনি প্রথম বইমেলায় আসেন বাসকিন আর্টিস্ট হিসাবে। তিনি জানান, মানুষের মন জয় করতে এখানে আসা। তিনি চান স্ট্রিট মিউজিককে সবার মধ্যে আরও জনপ্রিয় করে তুলতে চান। বইমেলা (International Kolkata Book Fair) থেকে তাঁর যা উপার্জন হয় তা তিনি মালদার একটি এনজিওর হাতে তুলে দেন। এই বছর বইমেলায় তিনি তাঁর নিজের লেখা একটি বই প্রকাশ করতে চলেছেন।

Latest article