অ্যাগারকে খুনের হুমকি খারিজ, পাকিস্তানে নিরাপদেই আছি, বলছেন স্মিথ  

Must read

ইসলামাবাদ, ১ মার্চ: অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকির তদন্ত করে বিষয়টিকে খারিজ করে দিল পিসিবি, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সরকারি তদন্ত সংস্থা। বরং অস্ট্রেলীয় বোর্ডের বিবৃতি, ‘‘এই ধরনের ঘটনা সামলানোর মতো যথার্থ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর নেই। তবে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। এই বিষয়ে আর কোনও মন্তব্য নয়।’’

আরও পড়ুন – মান্ধানার হাফ সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steven Peter Devereux Smith) মঙ্গলবার বলে দিলেন, তাঁরা পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থায় খুশি। স্মিথ এদিন সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে সচেতন। দুর্ভাগ্যজনক ঘটনা এই প্ল্যাটফর্মে ঘটে থাকে। কিন্তু পাকিস্তানে আসার পর এখানে দেখছি, অনেকেই আমাদের জন্য কাজ করছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা আছে। আমরা সম্পূর্ণ নিরাপদ বোধ করছি।’’

পাকিস্তানে খেলার চ্যালেঞ্জটা উপভোগ করতে চান স্মিথ (Steven Peter Devereux Smith)। বলেন, ‘‘এখানে এসে ক্রিকেট খেলতে পেরে দারুণ লাগছে। এই প্রথম আমাদের অনেকে এই দেশে এসেছে। আমরা জানি পাকিস্তানিরা ক্রিকেট নিয়ে কতটা আবেগপ্রবণ।’’

পাকিস্তানে আসার আগে মাথায় বলের আঘাত পেয়েছিলেন। তাই অজি তারকা ব্যাটার বলেন, ‘‘আঘাত সামলে উঠেছি। নেটে প্রথম সেশনে ফাস্ট বোলিং খেলেছি। সাইড আর্ম এবং স্পিনারদেরও খেলেছি।’’

Latest article