সৌমালি বন্দ্যোপাধ্যায়, উদয়নারায়ণপুর: জল কমতেই উদয়নারায়ণপুরে ভেঙে যাওয়া বা ফাটল দেখা দেওয়া দামোদরের বাঁধ মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে সেচ দফতর। জল নামার পর দেখা গেছে, উদয়নারায়ণপুরের ১১টি জায়গায় দামোদরের বাঁধ ভেঙেছে। এর মধ্যে রয়েছে সিংটির ঠাকুরানিচক, ঘোলা, মণ্ডলপাড়া, শিবানীপুর, টোকাপুর প্রভৃতি এলাকা।
আরও পড়ুন : “পড়াশোনা বন্ধের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী টাকা ভগবানের মতো হাতে পেলাম”
সেচ দফতর ওইসব জায়গাগুলি চিহ্নিত করে জোরকদমে মেরামতির কাজ শুরু হয়েছে। পদস্থ আধিকারিকরা দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। এদিন সিংটির ঠাকুরানিচক এলাকায় বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। কাজের অগ্রগতি খোঁজখবর নেন। সেচ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। সমীর জানান, ‘বাঁধের মেরামত ও সংস্কারের পাশাপাশি উদয়নারায়ণপুরের বন্যার সমস্যার স্থায়ী সমাধানে মেগা প্রজেক্টেরও কাজ চলছে। ওই প্রকল্পে দামোদরের পশ্চিমদিকের বাঁধ অন্তত এক মিটার উঁচু করা দরকার।’
আরও পড়ুন : আধুনিক প্রযুক্তিতে মাছ-মাংসের ব্যবসায় নামছে বেনফিশ
এ ব্যাপারে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের সঙ্গেও কথা বলবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই আমতার কামারগোড়িয়ায় রামপুর খালের ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ শেষ করেছে সেচ দফতর। এবার উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায় কাজ শুরু। সেচ দফতরের আমতা বিভাগের এসডিও সৌমিত্রেন্দু দলপতি জানান, ‘উদয়নারায়ণপুরে দামোদরের বাঁধের ১১টি জায়গাতেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি চলছে। ২৪-২৫ আগস্টের মধ্যে সমস্ত জায়গাতেই কাজ শেষ হয়ে যাবে।’