জমি জবরদখল, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ একাধিক অভিযোগে গ্রেফতার পুরীর জগন্নাথ মন্দিরের পান্ডা। ভুবনেশ্বরের ঘটনায় ফেরার অভিযুক্তকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। অভিযুক্তের নাম সুনীল কণ্ঠী। ওড়িশায় জমি জবরদখল, তোলাবাজি সহ একাধিক মামলায় নাম রয়েছে অভিযুক্ত সুনীলের। এছাড়াও বোমাবাজি, গুলি চালানোর ঘটনার সঙ্গেও সরাসরি যোগ রয়েছে সুনীল কণ্ঠীর। ওড়িশা পুলিশের তদন্তে বারংবার অসামাজিক কাজে যুক্ত হিসাবে উঠে আসে পেশায় পুরীর মন্দিরের এই পান্ডার নাম। পুরীতে একাধিক থানায় তাঁর নামে অভিযোগ ছিল। একাধিক জায়গায় তাঁর খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু ওড়িশা পুলিশের নাগাল থেকে পালিয়ে বেরাচ্ছিলেন এই অভিযুক্ত, গা ঢাকা দিয়েছিলেন কলকাতায় (Kolkata)। অবশেষে ওড়িশা পুলিশের পক্ষ থেকে কলকাতার (Kolkata) লেক টাউন থানার সঙ্গে যোগাযোগ করা হয়।
আরও পড়ুন – পার্কে চলবে বুলেট ট্রেন, ঘুরবে এরোপ্লেন
এলাকাগুলিতে খোঁজ নিতে থাকে পুলিশ। জানা যায়, পুরীরই একটি পাণ্ডা দমদম পার্ক এলাকায় ভাড়া থাকছেন। সন্দেহ হয় পুলিশের। ছবি মিলিয়ে দেখেন তাঁরা। লেক টাউন থানা অবশেষে বৃহস্পতিবার ভোরে হানা দেয় দমদম পার্ক এলাকার একটি বাড়িতে। সেখান থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে। সূত্রের খবর, ট্রানজিট রিমান্ডে ওড়িশা নিয়ে যাওয়ার আবেদন জানাবে ওড়িশা পুলিশ। পরবর্তী তদন্ত ওড়িশা পুলিশের পক্ষ থেকেই করা হবে। এই পাণ্ডার বিরুদ্ধে আর কী কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরী পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে কলকাতা পুলিশ।