পার্কে চলবে বুলেট ট্রেন, ঘুরবে এরোপ্লেন

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : ফের পার্কে চলবে বুলেট ট্রেন। চক্কর কাটবে এরোপ্লেন। বালুরঘাটের বনলতা পার্ক আবার ফিরে পাবে শিশুদের কোলাহল। পুরবোর্ড গঠনের পরই মিটে যাবে সমস্ত সমস্যা। সৌন্দর্য্যায়ন কারণেই কয়েক বছর ধরে শিশুদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বালুরঘাটের (Balurghat) এই বনলতা পার্ক। মাঝে প্রায় বছর খানেক সময় কোভিড পরিস্থিতির কারণে বনলতা পার্ক ছিল বন্ধ। যদিও কোভিড পরিস্থিতির উন্নতি হতেই পার্ক খুলতেই শহরের প্রচুর সংখ্যক শিশু ফের বনলতা পার্কে ভিড় জমাতে শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু বালুরঘাট (Balurghat) বনলতা পার্কে আগত শিশুদের মন বর্তমানে ভার। কারণ বালুরঘাট বনলতা পার্কে থাকা রেললাইন দিয়ে চলছে শিশুদের বুলেট ট্রেন— চক্কর কাটছে না শিশুদের এরোপ্লেন।

আরও পড়ুন – সব দায়িত্ব পালন করব : পার্থপ্রতিম

বনলতা পার্কের কর্মীদের সূত্রে জানা গিয়েছে শিশুদের বুলেট ট্রেনে চড়বার জন্য ২০ টাকা টিকিট এবং এরোপ্লেনে উঠবার জন্য ১০ টাকা টিকিট সিস্টেম ছিল। প্রতিদিন প্রচুর সংখ্যক শিশুরা টিকিট কেটে উঠত বুলেট ট্রেনে এবং এরোপ্লেনে। যে কারণে পার্কে আগত শিশুদের বিনোদনের পাশাপাশি পুরসভার আয়ও হত ভাল। জানা গেছে প্রায় বছর খানেক ধরে খারাপ হয়ে রয়েছে এই বুলেট ট্রেন ও এরোপ্লেন। পার্ক কর্তৃপক্ষ বিষয়টি বালুরঘাট পুরসভাকে জানালেও এখনও অবধি সমস্যার সমাধান হয়নি। ফলে বনলতা পার্কে আগত শিশুদের বিনোদনের আকর্ষণে যেমন একদিকে ভাটা পড়েছে তেমনি পার্ক থেকে আয়-ও কমেছে।

বনলতা পার্কের ইনচার্জ সুরজিৎ গুপ্ত জানিয়েছেন যেহেতু কাজটা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল এবং পুরসভায় প্রশাসক বোর্ড দ্বারা পরিচালিত ছিল সেকারণে কাজটা করা যাচ্ছিল না হয়ত, পুরসভায় নতুন বোর্ড গঠন হলে এগুলি ঠিক হয়ে যাবে। তিনি এ-ও বলেন কী কারণে বুলেট ট্রেনটি খারাপ হয়ে রয়েছে সে বিষয়টি পুরসভার পিডব্লু সেকশনের আধিকারিকরাই বলতে পারবে। পাশাপাশি তিনি এ-ও বলেন আগে বুলেট ট্রেন এবং এরোপ্লেন থেকে আয় ভাল হত, চালু হলে আবারও ভাল আয় হবে।

Latest article