প্রতিবেদন : বৃহস্পতিবার বিধানসভায় সাপ্লিমেন্টারি বাজেট নিয়ে আলোচনায় উত্তরবঙ্গে আলাদা রাজ্য গঠনের দাবির বিরোধিতা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বাংলা ভাগের দাবি তুলেছিলেন। যদিও বিধানসভা ভোটের আগে এই দাবি উত্তরবঙ্গে বিজেপির নেতা করলেও সেদিন বিজেপি বলেছিল বাংলা ভাগের রাজনীতি তারা মানে না। কিন্তু এদিন বিধানসভায় সেই দাবি তুললেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। অর্থাৎ বিভ্রান্তির রাজনীতি ফের প্রকাশ্যে আনল বিজেপি।
আরও পড়ুন-মিডিয়া ট্রায়াল নয়
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রাজ্য ভাগের চক্রান্ত কখনওই সফল হতে দেওয়া হবে না। বিষ্ণুপ্রসাদের এই ‘বঙ্গভঙ্গ’ দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিষ্ণুপ্রসাদের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘‘আপনি পাহাড় নিয়ে যা বলেছেন তা ভাল লাগেনি। খারাপ লেগেছে। পাহাড় কোনওদিন আলাদা হবে না।” কটাক্ষ করেন, ‘‘পাহাড়ের কথা ওঁরা এত বলেন, আমাদের মুখ্যমন্ত্রী এতবার পাহাড়ে গিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কতবার গিয়েছেন?” আরেক তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্লোল খাঁও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হন। বিষ্ণুপ্রসাদ শর্মা সহ অন্য বিজেপি বিধায়কদের এইভাবে কক্ষ ছেড়ে যাওয়ার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেন স্পিকার। তিনি বলেন, ‘‘বিরোধী দলের যাঁরা বেরিয়ে গেলেন, এটা অশালীন, অসহনশীল। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আশা করি, আগামিদিনে তাঁরা এটা করবেন না।”