মিডিয়া ট্রায়াল নয়

অনুপমের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্তকে নেত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। বুধবার ছিল অনুপমের শ্রাদ্ধানুষ্ঠান।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, তদন্তে কোনও খামতি তিনি বরদাস্ত করবেন না। সেই মতোই পুলিশ-প্রশাসন তৎপর। গ্রেফতার হয়েছে পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তের মূল হত্যাকারী। হোগলা বন থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। স্থানীয় মহিলাদের সক্রিয়তা পুলিশকে তদন্তে প্রচুর সাহায্য করেছে। তার জন্য তাঁদের ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের শাস্তি হবেই, ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন-বাঁকুড়ার সোনামুখীতে তিন প্রজন্ম চেয়ারম্যান

বৃহস্পতিবার নবান্নে সংবাদমাধ্যমকে এই ইস্যু নিয়ে নিজেদের মতো করে সমান্তরাল তদন্ত না-চালাতে অনুরোধ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তদন্ত পুরোদমে চলছে। এই নিয়ে নিজেদের মতো করে মিডিয়া ট্রায়াল না-চালানো উচিত। এতে অপরাধীরা সতর্ক হয়ে যায়। পাশাপাশি তিনি সাংবাদিকদের তদন্তে সহায়তা করতেও অনুরোধ করেন। বলেন, আপনাদের কাছেও কোনও তথ্য থাকলে আমাদের জানান। নেত্রী যে নিহত অনুপমের পরিবারের প্রতি ঐকান্তিক ভাবে সহমর্মী, তা স্পষ্ট ফিরহাদ হাকিমের কথায়। ফিরহাদ বলেছেন, শুধু মানসিক সমর্থন নয়, অনুপমের পরিবারকে প্রয়োজনে আর্থিক সমর্থনের হাতও বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-বদলে গেল জয়নগরের রং

অনুপমের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্তকে নেত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। বুধবার ছিল অনুপমের শ্রাদ্ধানুষ্ঠান। দুপুরেই মুখ্যমন্ত্রী ফোন করেন মীনাক্ষীকে। সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। তাঁর নির্দেশেই সন্ধ্যায় অনুপমের আগরপাড়ার বাড়িতে পৌঁছে যান ফিরহাদ। বৃহস্পতিবার দুপুরে আগরপাড়ায় গিয়ে মীনাক্ষীর সঙ্গে দেখা করেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রও। পরে মীনাক্ষী জানান, দল সর্বতোভাবে আমার পাশে আছে বলেই মন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন। আর্থিক সমস্যার সমাধানের জন্যও দল চিন্তাভাবনা করছে বলে আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে একান্তে তাঁকে কিছু মনের কথা বলতে চান মীনাক্ষী।

Latest article