আদি-নব্যের লড়াই প্রকাশ্যেই মালদহে বিজেপিতে বিদ্রোহ

প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। মালদহের চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম সরিয়ে দেওয়া নিয়েই এই কোন্দল।

Must read

সংবাদদাতা, মালদহ : ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। মালদহের চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম সরিয়ে দেওয়া নিয়েই এই কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ নেতা-কর্মীদের। আর যা নিয়ে দ্বিধাবিভক্ত উত্তর মালদহের সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। এমনটাই কটাক্ষ বিরোধীদের। দলের রাজ্য সভাপতির নির্দেশেই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির একাংশ নেতা-কর্মীদের।

আরও পড়ুন-রাজ্য ভাগের চক্রান্ত মানব না

এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য ও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য মালদহের চাঁচলে বিধানসভা ভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিজেপি। কিন্তু গত বুধবার সেই গ্রুপ থেকে একের পর এক নেতা-কর্মীদের বের করা শুরু হয়। যা নিয়ে প্রকাশ্যে চলে এসেছে বিজেপি গোষ্ঠী কোন্দল। বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, আসল বিজেপি কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। চাঁচল ১২ নম্বর জেলা পরিষদের মণ্ডল সম্পাদক সন্দীপ পাণ্ডে অভিযোগ করে বলেন, ‘‘বুধবার রাতে দেখলাম একজন পদাধিকারী ওই গ্রুপ থেকে বিজেপি কর্মীদের বের করে দিচ্ছেন। আমরা একটা প্রশ্নসূচকের মধ্যে পড়ে গিয়েছি। আমাদের সংগঠন এক্ষেত্রে একটি ভূমিকা পালন করছে সেটা কারও কারও পছন্দ নাও হতে পারে। তাই হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি লিখিতভাবে জেলা সভাপতিকে জানাব।’’

আরও পড়ুন-মিডিয়া ট্রায়াল নয়

নিজেদের মুখরক্ষা করতে পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছে জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এরকম কোনও বিষয় জানা নেই। বিষয়টি খবর নিয়ে দেখব। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, ‘‘বিজেপির যা অবস্থা দেখা যাবে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাডমিনকে বের করে দেওয়া হয়েছে। বঙ্গ রাজনীতিতে বিজেপি অচল, এটা বারবার প্রমাণিত হচ্ছে।’’

Latest article