সংবাদদাতা, শান্তিনিকেতন : পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্কুল সার্টিফিকেট এবং প্রি-ডিগ্রি পরীক্ষা স্থগিত রাখল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনটাই সিদ্ধান্ত পাঠভবন ও শিক্ষাসত্রের টিচার্স কাউন্সিলের মিটিংয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি, পরীক্ষার কারণে যাদের হস্টেল দেওয়া হয়েছিল, তাদের নিরাপত্তার কারণেই বুধবার বিকেল চারটের মধ্যেই হস্টেল খালি করে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার কপি পাঠভবন ও শিক্ষাসত্রের অধ্যক্ষকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ভারতের তুরুপের তাস নেট রানরেট
পরীক্ষা পিছোনোর দাবিতে অনড় পড়ুয়াদের সঙ্গে গতকালই ধুন্ধুমার কাণ্ড বেধেছিল বিশ্বভারতীতে। ভাষাভবন পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ধস্তাধস্তিও হয়। তার জেরে আহত হন পাঠভবনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পূরক সরকার। পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, একশো শতাংশ ক্লাস হয়েছে অনলাইনে। সেখানে কী করে অফলাইন পরীক্ষা হতে পারে? পড়ুয়াদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ নিয়ে বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ বলেন, হস্টেলে ৩৩০০ আসন আছে। তার মধ্যে ১০৪টি আসন বণ্টন হয়েছে। তাও সেটা স্থায়ী নয়, পরীক্ষা শেষ হলেই বের করে দেওয়া হবে, এটাই ভবিতব্য ছিল। অবিবেচক কর্তৃপক্ষ আগেও ভাবেনি, অফলাইন ক্লাস শুরু হলে তখন পড়ুয়ারা থাকবে কোথায়!