শান্তিপুর পুরসভা চালু করল দুয়ারে চিকিৎসা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য চালু করেছেন দুয়ারে সরকার, দুয়ারে রেশন। এবার শান্তিপুর পুরসভার উদ্যোগে দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু হল।

Must read

সংবাদদাতা, শান্তিপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য চালু করেছেন দুয়ারে সরকার, দুয়ারে রেশন। এবার শান্তিপুর পুরসভার উদ্যোগে দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু হল। মঙ্গলবার শান্তিপুর ১৪ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুপাড়া এলাকায় শান্তিপুর পুরসভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি শিবির বসে।

আরও পড়ুন-অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

এই শিবিরে চিকিৎসার মধ্যে দিয়ে ডাঃ সুশান্ত ঘোষ বলেন, শান্তিপুর পুরসভার উদ্যোগে যেমন দুয়ারে সরকার ও দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে, ঠিক তেমনি এই শিবিরের নাম দিয়েছি আমরা ‘দুয়ারে চিকিৎসা’। এই স্বাস্থ্যপরীক্ষা শিবিরটি সপ্তাহে তিনদিন চালু থাকবে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করাতে পারবেন। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা করাতেও পারবেন। অনেক মানুষ আছেন শান্তিপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, অনেকেই আছেন যাঁরা শারীরিক কারণে যেতে পারেন না। প্রয়োজনে আমরা এই স্বাস্থ্যপরীক্ষা শিবিরের পাশাপাশি মানুষের বাড়িতে গিয়েও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। মঙ্গলবার সকাল থেকেই এই বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা শিবিরে ওই এলাকার প্রচুর মানুষ আসেন।

Latest article