নয়াদিল্লি, ২৯ মার্চ : বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্যেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। ক্রিকেট কিংবদন্তি, সংগীতশিল্পী, অভিনেতাদের পাশে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এমসিজি-তে থাকবেন কিংবদন্তি স্পিনারকে শেষ বিদায় জানাতে। বুধবারই আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে এমসিজি-র শ্যেন ওয়ার্ন স্ট্যান্ডের। ৪৫ হাজার আসন বিশিষ্ট গ্রেট সাদার্ন স্ট্যান্ডের নামই বদলে যাচ্ছে কিংবদন্তি স্পিনারের নামে। মৃত্যুর ২৬ দিন পর হচ্ছে ওয়ার্নের অন্ত্যেষ্টি। গত ৪ মার্চ মাত্র ৫২ বছর বয়সে থাইল্যান্ডের ভিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারের।
আরও পড়ুন-বিরাট-বধের ছক তৈরি কেকেআরের
ওয়ার্নের শেষকৃত্যের আগে ভারাক্রান্ত শচীন তেন্ডুলকর। গভীর শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার শচীন জানিয়েছেন, শ্যেন একজন তীব্র প্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলীয় স্পিনারের বিরুদ্ধে খেলার আগে সব সময় নিজেকে আলাদাভাবে তৈরি করতেন। শচীন বলেছেন, ‘‘গত বছর আইপিএলের পর ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে ওর সঙ্গে কিছু সময় কাটাই। গল্ফ খেলার পরিকল্পনাও করি। ওয়ার্ন সঙ্গে থাকা মানে দেদার মজা, বিনোদন। শুধু স্পিন নয়, ওয়ার্নের হাতে সুইংও ছিল। ও ছিল খুব ভাল একজন গল্ফার। এটা মেনে নেওয়া কঠিন যে, শ্যেন ওয়ার্ন আর নেই। কিন্তু ও আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’’
আরও পড়ুন-চ্যাম্পিয়ন হলে প্রথমেই এবির কথা মনে পড়বে : বিরাট
এর পরই শচীন যোগ করেন, ‘‘ভাল স্পিনার তো অনেকেই রয়েছে। কিন্তু ওয়ার্ন সবার থেকে আলাদা। ওর বিরুদ্ধে ঠিকঠাক প্রস্তুতি নিয়ে আমাকে খেলতে হত। শুধু নেটে প্রস্তুতি নিলেই চলত না, হোটেলের রুমে বসে থেকেও আমার প্রস্তুতি চলত। কারণ, শ্যেন এমন একজন বোলার যে ব্যাটারকে চাপে রাখত মনস্তাত্ত্বিক যুদ্ধেও। সব সময় ওর পরিকল্পনা চলত কীভাবে আউট করবে। শ্যেন একজন তীব্র প্রতিদ্বন্দ্বী। শরীরী ভাষা দিয়েও ব্যাটারকে বশে রাখতে চাইত।’’