এশিয়ান কাপের প্রস্তুতিতে আরও ৩ ম্যাচ যুবভারতীতে ফ্রেন্ডলি খেলতে পারে ভারত

পুণে অথবা বেঙ্গালুরুর বালারিতে দিন দশেকের শিবির করে কলকাতায় হবে সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের চূড়ান্ত শিবির।

Must read

প্রতিবেদন : জুনে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে মে মাসে আরও তিনটি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে পারে ভারত (India)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে চেষ্টা চলছে অন্তত দুটো ম্যাচ দেশের মাঠে খেলতে। তিনটির মধ্যে একটি ম্যাচে সন্দেশ ঝিঙ্গানদের প্রতিপক্ষ জর্ডন। এই ম্যাচ নিয়ে নিশ্চয়তা মিলেছে। তবে বাকি দু’টি ম্যাচ আয়োজনের ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন এআইএফএফ কর্তারা।

আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে বন্‌ধ ভাঙচুর রাজ্যের সম্পত্তি

দিল্লি থেকে ফেডারেশন সচিব কুশল দাস বললেন, ‘‘মে মাসের তৃতীয় সপ্তাহে জর্ডনের সঙ্গে ম্যাচ খেলবে ভারত। আমরা জাম্বিয়ার বিরুদ্ধে একটা ফিফা ফ্রেন্ডলি খেলতে চাই। এ ব্যাপারে আমরা জাম্বিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। এখনও চূড়ান্ত হয়নি। জাম্বিয়া ম্যাচটা আমরা দেশের মাঠে খেলতে চাইছি। কলকাতায় হতে পারে ম্যাচ। আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে তিনটি ফ্রেন্ডলি খেলতে চাইছি। তৃতীয় ম্যাচটির ব্যাপারে চেষ্টা চলছে। আমরা চাইছি প্রস্তুতির দিক থেকে যেন সেরা জায়গায় থাকে সিনিয়র ফুটবল দল।’’

আরও পড়ুন-দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের শঙ্কা

এপ্রিলে প্রস্তুতি শিবির শুরু করবে ইগর স্টিমাচের দল। পুণে অথবা বেঙ্গালুরুর বালারিতে দিন দশেকের শিবির করে কলকাতায় হবে সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের চূড়ান্ত শিবির। তাই জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের চূড়ান্ত রাউন্ডের আগে যুবভারতী ক্রীড়াঙ্গনেই একটি বা দু’টি ফ্রেন্ডলি খেলতে চাইছেন জাতীয় কোচ স্টিমাচ।

Latest article