প্রতিবেদন : করোনাভাইরাস এখনও পৃথিবী থেকে মুছে যায়নি। বরং এর আরও এক ভয়ঙ্কর রূপ খুব শীঘ্রই গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে। এই নতুন ভ্যারিয়েন্টটি এক্স-ই (xe) নামে পরিচিত। নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএ-২-এর চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি সংক্রামক। এক সতর্কবার্তায় এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নরেন্দ্র মোদি সরকারকে উদ্বেগে ফেলে স্পষ্ট জানাল, ভারতে করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারের দেওয়া হিসাবের তুলনায় প্রায় চারগুণ বেশি। মোদি সরকারের দাবি, দেশে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫ লাখ ২১ হাজার ২৬৪ জন।
আরও পড়ুন-রহস্য! আচমকাই মৃত্যু হল আরিয়ান মামলার সাক্ষীর
সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন দেশে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা কত তার একটি তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করতে চলেছে হু। সেই তালিকায় সবার উপরেই থাকতে চলেছে ভারতের নাম। বিভিন্ন দেশের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী করোনায় যে তিনটি দেশে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলি হল আমেরিকা, ব্রাজিল ও ভারত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, ভারতে হিসাব বহির্ভূত মৃতের সংখ্যা গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। বিশেষ করে করোনার দ্বিতীয় ধাক্কায় ভারতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যার কোনও হিসাবই নথিভুক্ত করা হয়নি। হু-র ওই রিপোর্টে নাকি বলা হতে চলেছে যে, ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চারগুণ।
আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, পাইলটের তৎপরতায় রক্ষা
বিশেষজ্ঞরা এতদিন বিএ-২-স্ট্রেনটিকেই করোনার সবচেয়ে সংক্রামক স্ট্রেন হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু বিএ-২কে ছাপিয়ে যাবে এক্স-ই ভ্যারিয়েন্ট, এমনটাই জানিয়েছে হু। বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়াকে সম্পূর্ণ উপেক্ষা করেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বিএ-২। এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আমেরিকায়। তবে এই বিএ-২-স্ট্রেনকেও নাকি ছাপিয়ে যাবে এক্স-ই। হু স্পষ্ট জানিয়েছে, করোনার সবচেয়ে সংক্রামক স্ট্রেন হবে এক্স-ই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের দুটি ভ্যারিয়েন্ট বিএ-১ এবং বিএ-২ সম্মিলিত হয়েই তৈরি হয়েছে নতুন ভ্যারিয়েন্ট এক্স-ই। চলতি বছরের ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়। এই ভাইরাস ওমিক্রনের বিএ-২-র তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক। ফলে আপাতত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিশ্চিন্ত থাকা যাবে না।