সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : পুরপ্রধানের দায়িত্বভার নিয়েই উলুবেড়িয়াকে যানজটমুক্ত করতে উদ্যোগী হলেন পুরপ্রধান অভয় দাস। ফের উলুবেড়িয়ার পুরপ্রধান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। তিনি জানান, শহরকে যানজটমুক্ত করতে বাইপাস তৈরির পরিকল্পনা নিয়েছি। বাইপাস তৈরির একটি প্রকল্প আমরা পুর দফতরে পাঠাচ্ছি। বাইপাস হয়ে গেলে শহরের প্রধান রাস্তাগুলিতে আর যানজট হবে না।
আরও পড়ুন-কলকাতার ব্যবসায়ীর গয়না লুটে মুর্শিদাবাদে ধৃত ৩, উদ্ধার দেড় কোটির সোনা-হীরে
পাশাপাশি উলুবেড়িয়ার নিকাশি ব্যবস্থারও আমূল পরিবর্তন করার বিষয়ে তিনি জানান, ‘‘বাম জমানায় উলুবেড়িয়ার নিকাশি ব্যবস্থার কোনও নকশাই ছিল না। আমরা একটি এজেন্সিকে দিয়ে এই ব্যাপারে একটি নকশা তৈরি করে তা অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি। উলুবেড়িয়ার নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করে শহরে উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে প্রায় ৩০০ কোটি টাকার মাস্টার প্ল্যান তৈরি করে তা অনুমোদনের জন্য পুর দফতরে পাঠিয়েছি। প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে আমূল বদলে যাবে উলুবেড়িয়ার নিকাশি ব্যবস্থা।’’
আরও পড়ুন-বগটুই গ্রামে গণ ইফতার, হচ্ছে শান্তি কমিটি
তিনি আরও বলেন, ‘‘উলুবেড়িয়ার রাস্তাঘাট, আলো, জল সরবরাহের মতো পরিষেবার কাজ প্রায় ৯৫ শতাংশ করেছি। বাকি কাজটুকু কয়েক মাসে শেষ হয়ে যাবে। তবে আমরা এবার বেশি নজর দিচ্ছি উলবেড়িয়ার নিকাশির উন্নতি ও শহরকে যানজটমুক্ত করার বিষয়ে। প্রতিটি এলাকায় ওয়ার্ড কমিটি গড়ে পুর পরিষেবার মান আরও বাড়ানোর পদক্ষেপ করছি।’’ শহরবাসীর পাশাপাশি মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক বিদেশ বসুর পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে পুরসভার দায়িত্ব পালনে এগিয়ে যাবেন বলে জানান পুরপ্রধান অভয় দাস।