আগরতলা: খোয়াই থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাঁচ নেতানেত্রীর মামলায় আপাতত কোনো চার্জশিট পেশ করতে পারবে না। ত্রিপুরা হাইকোর্ট এই রায় জানিয়ে দিল।
আরও পড়ুন- সায়নীর হোটেল রুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ত্রিপুরায় কি তবে “তালিবানি বিপ্লব”
এই সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছেন বুধবার প্রধান বিচারপতি পুলিশের থেকে। দু সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হতে চলেছে। এদিন আদালতে তৃণমূল নেতৃত্বের হয়ে সওয়াল করেন সিদ্ধার্থ লুথরা এবং বিশ্বজিত দেব। পুলিশের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ, সুবল ভৌমিক, প্রকাশ দাসের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে যা সবৈব মিথ্যে।
আরও পড়ুন- কলকাতা ট্রাফিক পুলিশের তৎপরতা, মিলল হারানো মোবাইল ফোন
লুথরা বলেন, এসব ভিত্তিহীন। জানা যায় তেলিয়ামুড়া থানার মামলায় জামিনযোগ্য ধারায় সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, আশিসলাল সিং সহ ১৪ জনকে ধরা হলেও জামিন না দিয়ে আটকে রাখা হয়। আর ঠিক এই কারণেই অভিষেকরা যেতে বাধ্য হন। প্রধান বিচারপতি এ নিয়ে প্রশ্ন করলে সরকারপক্ষ উপযুক্ত উত্তর সামনে আনতে পারেনি । ওই মামলার নথিও এরপর আদালত পেশ করার নির্দেশ দেন। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ কোনো চার্জশিট পেশ করতে পারবে না। সম্ভবত ২রা সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।