জ্বালানির খরচ কমিয়ে, পরিবেশ বান্ধব সিএনজি-ডিজেল ডুয়েল বাস উদ্বোধন করলেন ফিরহাদ

Must read

পরিবহন দফতরের তরফে এবার পরিবেশ সচেতনতার বার্তা দিতে বাসের স্টিয়ারিং ধরলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ, বুধবার কলকাতায় উদ্বোধন হল প্রথম সিএনজি ও ডিজেল চালিত ডুয়েল বাস পরিষেবা। এই পরিষেবা উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। এদিন তাঁর সঙ্গে ছিলেন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। উদ্বোধনের পর নিজেই কসবার পরিবহণ ভবন থেকে বাসটি চালিয়ে রাস্তায় আসেন। জানা গিয়েছে, এই বাস কলকাতা-আসানসোল লং রুটে চালানো হবে । যদিও পরে অন্য রুটেও এই বাস চালানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানের পর ফিরহাদ হাকিম বলেন, “পেট্রল ডিজেলের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর থেকে মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায়, পরিবহন খরচ কমানো যায়, তার জন্য পরীক্ষা নিরীক্ষা আমরা চালিয়েই যাচ্ছি। কিছুদিন আগে একটা সিএনজি চালিত বাস উদ্বোধন করা হয়েছে। কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে শুধু সিএনজিতে যদি সমস্যা হয়, সে কথা মাথায় রেখে সিএনজি ও ডিজেল চালিত বাস আনা হল। পরীক্ষামূলকভাবে চালানো হবে। আর সফল হলে আরও বাস বাড়ানো হবে। তাই কেন্দ্রের মোদি সরকার যতই পেট্রল-ডিজেলের দাম বাড়াক, তাতে রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হবে না।”

Latest article