গোর্খাল্যান্ড দাবি ছেড়ে রাজ্যের পাশে বিনয় তামাং

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: এক সময় গোর্খাল্যান্ডের দাবি নিয়ে মেতে উঠেছিলেন। এখন সেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সম্পূর্ণ সরে এসে গোর্খাদের সার্বিক উন্নয়নের দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন রাখলেন প্রাক্তন বিনয়-অনীত গোষ্ঠীর গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিনয় তামাং।

আরও পড়ুন : অভিষেক সহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের

মঙ্গলবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় নিজের সংগঠনের ভীত কতটা মজবুত, তা বুঝে নিতে একটি ঘরোয়া সভায় অংশগ্রহণ করেন পাহাড়ের ওই বিদ্রোহী নেতা। সেখানেই অনুগামীদের স্পষ্ট ভাষায় বিনয় জানিয়ে দেন যে, আর যাই হোক, পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠিত হলে পাহাড়ের বিভিন্ন জনজাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি এও জানিয়ে দেন, যেহেতু তিনি আর প্রাক্তন পার্টির কেউ নন, তাই ওই দলের দাবির সঙ্গে তিনি আর সহমত পোষণ করেন না। তাঁর উপলব্ধি, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের সেতু সঠিকভাবে তৈরি হলেই গোর্খা জনজাতির প্রকৃত উন্নয়ন আনা সম্ভব।

আরও পড়ুন : ‘আমাকে বিজেপি না, বাঁচিয়ে দিল রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড’

 

আর রাজ্য সরকার সহায়তা না করলে পাহাড়ের এগারোটি জনজাতির স্বীকৃতি মেলা অসম্ভব। তাই আগামী দিনগুলিতে তিনি তাঁর অনুগামীদের রাজ্য সরকারকে সার্বিক সহযোগিতা করারও নির্দেশ দিয়েছেন।

 

Latest article