মুম্বই : চলতি আইপিএলে দাপুটে পারফরম্যান্স করছে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানস। দু’টি দলই চার ম্যাচ খেলে তিনটি জিতেছে। দু’দলেরই পয়েন্ট ৬। কিন্তু রান রেটে অনেক এগিয়ে থাকায় সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট টেবলে ফার্স্ট বয়। অন্যদিকে, চার নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট। বৃহস্পতিবারের ম্যাচে নজর থাকবে দু’দলের শক্তিশালী বোলিং ইউনিটের দিকে। রয়্যালস শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ওভারে হারিয়েছে। দুর্দান্ত বোলিং করেছেন যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টরা। রাজস্থানের বোলিং আক্রমণে প্রসিধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিনরাও আছেন। যাঁরা দুর্দান্ত ছন্দেও রয়েছেন। ব্যাটিংয়েও কম যায় না রাজস্থান। জস বাটলার, সিমরন হেটমেয়ার, অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো বিগ হিটাররা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। চলতি মরশুমেও তার প্রমাণ দিয়েছেন। পিছিয়ে নেই গুজরাটও। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার্দিকরা (Hardik Pandya) হারলেও শুরুতে টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস রয়েছে গুজরাটের সঙ্গে। ব্যাটিংয়ে শুভমান গিল, রাহুল তেওয়াটিয়ার মতো ম্যাচ উইনারদের সঙ্গে বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ শামি, লকি ফার্গুসন, রশিদ খানের মতো দাপুটে বোলাররা।