প্রতিবেদন : যুদ্ধের আবহে মউ স্বাক্ষর। উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা ও ছাত্রছাত্রীদের গবেষণার জন্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স’। চলতি মাসের ২০ তারিখ বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে প্রথম দিনেই এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে।
আরও পড়ুন-ব্রেভিস-তিলকের প্রশংসা টানা হারে চাপে আছেন, মেনে নিলেন জাহির
বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে কলকাতায় অবস্থিত রাশিয়ার কনসাল জেনারেলের উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষর হবে। চুক্তিতে কনসাল জেনারেলের পাশাপাশি উপস্থিত থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ আধিকারিকরা। উপাচার্য শিবাজিপ্রতিম বসু জানিয়েছেন, ‘‘এই চুক্তির ফলে এক দিকে যেমন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মস্কোয় এই সংস্থায় গিয়ে গবেষণা করার সুযোগ পাবেন, তেমনই সেখানকার ছাত্রছাত্রীরাও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার প্রসারে কী কী পদক্ষেপ করছে তা নিয়েও গবেষণা করার সুযোগ পাবেন। তা ছাড়াও রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সের পড়ুয়ারাও গবেষণাপত্র প্রকাশ করতে পারবেন।’’