মঙ্গলবার সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্যোক্তা ছিল তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির পলিটেকনিক সেল। এই অনুষ্ঠানে সংগঠনের বাৎসরিক পত্রিকা ‘রেনেসাঁস’-এর শুভ উদ্বোধন করা হল। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ কারিগরি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাঃ হুমায়ুন কবির।
আরও পড়ুন-মোদি অজ্ঞ ও ব্যর্থ : স্বামী
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যান্যরা। শিবিরে ৮০ জন পড়ুয়া রক্তদান করেন। সংগঠনের বার্ষিক পত্রিকা ‘রেনেসাঁস’ বইটি বিনামূল্যে প্রতিটি সরকারি পলিটেকনিক কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে বিলি করা হবে জানানো হয়েছে। এ বছর যে সব পড়ুয়া জেক্সপো পরীক্ষা দেবেন তাঁদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বইটি।