সংবাদদাতা, হাওড়া : রাজনৈতিক ষড়যন্ত্রের জেরে হাওড়ায় পুরভোট আটকে রাখা হয়েছে। বিজেপি নেতাদের মতো কাজ করছেন রাজ্যপাল। এর প্রতিবাদে হাওড়ার বাসিন্দাদের নিয়ে রাজভবনের সামনে অবস্থান-ধরনায় বসার হুমকি দিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে হাওড়ার পুরভোট আটকে রেখেছেন।
আরও পড়ুন-তাপপ্রবাহ না কমলে এগোবে গরমের ছুটি
হাওড়ায় বিধানসভা ও লোকসভার সবক’টি আসনেই তৃণমূল জয়ী হয়েছে। তারই প্রতিশোধ নিতে রাজ্যপাল হাওড়ায় পুরভোট হতে দিচ্ছেন না। এই ব্যাপারে এক লাখ মানুষের সই সংগ্রহ করে রাজ্যপালের অপসারণের দাবিতে তিনি শীঘ্রই রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সাংসদ। প্রসূন বলেন, ‘‘হাওড়ায় পুরভোট হতে না দিয়ে শহরের উন্নয়নকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। এই নিয়ে আমি ইতিমধ্যেই সংসদে সরব হয়েছি। এবার রাজ্যপালের এই আচরণের প্রতিবাদে এক লাখ মানুষের সই সংগ্রহ করে রাষ্ট্রপতির দ্বারস্থ হব।’’ তিনি বলেন, ‘‘যতই কমিটি গড়া হোক বা প্রশাসনিক কর্তারা থাকুন, নির্বাচিত কাউন্সিলর না থাকলে অনেক কাজই আটকে থাকে।
আরও পড়ুন-জেলার মডেল সুন্দরবনের মহিলা সমবায় ‘সুন্দরিণী’
এই অবস্থায় হাওড়ায় দ্রুত ভোটের দাবিতে প্রয়োজনে আমরা সবাই রাজভবনের সামনে অবস্থানে বসব। রাজ্যপাল বিলে সই না করা পর্যন্ত আমাদের অবস্থান-ঘেরাও চলবে। শীঘ্রই হাওড়ায় ভোট করতে দিতে হবে। রাজ্যপালের বিজেপি নেতাদের মতো আচরণ করা চলবে না। এর প্রতিবাদে আমরা আরও তীব্র প্রতিবাদ-আন্দোলন গড়ে তুলব।’’