লন্ডন, ২ মে : নতুন মরশুমে ফের রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে! এই জল্পনা উসকে দিল ব্রিটিশ সংবাদমাধ্যম। জুভেন্টাস ছেড়ে এই মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন সিআর সেভেন। ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর দ্বিতীয় ইনিংস খুব একটা সুখকর হয়নি। প্রিমিয়ার লিগে ১৭ গোল করে রোনাল্ডো ম্যান ইউ-র সর্বোচ্চ গোলদাতা হলেও, ক্লাব প্রথম চারে শেষ করতে ব্যর্থ হয়েছে। ফলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলা হচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।
আরও পড়ুন-ছোটবেলার কোচ বললেন কুলদীপের উত্থানে বড় ভূমিকা আছে রোহিতের
এদিকে, মরশুম শেষ হলেই ম্যান ইউয়ের দায়িত্ব নিচ্ছেন ডাচ কোচ এরিক টেন হ্যাগ। জোর গুঞ্জন, হ্যাগের তালিকায় রোনাল্ডোর নাম নেই। তাই ম্যান ইউয়ের সঙ্গে আড়াই বছরের চুক্তি থাকলেও, রোনাল্ডো নিজেও নতুন ক্লাব খুঁজতে শুরু করে দিয়েছেন। নামী ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে রোনাল্ডো ফিরছেন পুরনো ক্লাব রিয়ালে। যে ক্লাবের হয়ে তিনি আট বছরে ৪৩৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করেছেন। শুধু তাই নয়, রিয়ালে থাকাকালীন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ চার-চারটি ব্যালন ডি’অর পুরস্কারও জিতেছিলেন রোনাল্ডো।
তবে রোনাল্ডোর রিয়ালে প্রত্যাবর্তনে একটি শর্ত রয়েছে বলে জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম। পিএসজি থেকে কিলিয়ান এমবাপেকে যদি নিজেদের দলে টানতে রিয়াল কর্তৃপক্ষ ব্যর্থ হয়, তাহলে রোনাল্ডোর রিয়ালের জার্সি গায়ে চাপানো নিশ্চিত!