ছোটবেলার কোচ বললেন কুলদীপের উত্থানে বড় ভূমিকা আছে রোহিতের

কিন্তু কুলদীপের ছোটবেলার কোচ কপিল দেব পাণ্ডে জানাচ্ছেন, তাঁর ছাত্রের এই ঘুরে দাঁড়ানোর পিছনে আরও একজনের বড় অবদান রয়েছে।

Must read

মুম্বই, ২ মে : কুলদীপ যাদবের ঘুরে দাঁড়ানোর পিছনে যে দিল্লি অধিনায়ক রিকি পন্টিং ও অধিনায়ক ঋষভ পন্থের বড় অবদান রয়েছে, সেটা এখন সবার জানা। কেকেআর টানা দু’বছর বসিয়ে রাখার পর বাঁহাতি চায়নাম্যান বোলারকে এবার আইপিএল নিলামে দু’কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন-বেকারের দুর্দশায় হতাশ জকোভিচ

কিন্তু কুলদীপের ছোটবেলার কোচ কপিল দেব পাণ্ডে জানাচ্ছেন, তাঁর ছাত্রের এই ঘুরে দাঁড়ানোর পিছনে আরও একজনের বড় অবদান রয়েছে। তিনি হলেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পাণ্ডে বলেছেন, রোহিতের জন্যই কুলদীপ এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে। তাঁর কথায়, ‘‘যখনই অধিনায়ক কুলদীপের উপর আস্থা রেখেছে, ও কিন্তু পারফর্ম করেছে। কুলদীপ টেস্টে ভাল করেছে। একদিনের ম্যাচে দুটো হ্যাটট্রিক রয়েছে। টি-২০তেও ও ভাল করেছে। কিন্তু তারপরও পর্যাপ্ত সুযোগ পায়নি। এটা দুঃখের। তবু এরপরও কুলদীপের কেরিয়ার সুরক্ষিত রোহিতের জন্যই। ও দারুণ অধিনায়ক। জানে কীভাবে প্রতিভাকে ভিড়ের মধ্যে থেকে তুলে আনতে হয়।

আরও পড়ুন-এবার জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য আসছে রাজ্যের নিজস্ব পোর্টাল

আইপিএলের আগে রোহিত কুলদীপকে ফোন করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ দিয়েছিল। ও দুটো উইকেটও নিয়েছিল।” কুলদীপের কোচ আরও জানিয়েছেন, রোহিত তাঁর ছাত্রের উপর নজর রেখেছিলেন। ইয়ো-ইয়ো টেস্ট থেকে রিহ্যাব, চোখ রেখেছিলেন সর্বত্র। ‘‘রোহিতের কথা তাই বলতেই হবে। রোহিত পাশে না থাকলে কুলদীপ এই জায়গায় আসত না।” আরও বলেছেন পাণ্ডে। এও জানিয়েছেন, কুলদীপ বিরাটের নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছেন। বিরাট অভিজ্ঞ প্লেয়ারদের দলে নিতে চান। তিনি দলে নিতেন অশ্বিন-জাদেজার মতো সিনিয়র প্লেয়ারকে। কুলদীপের আগে রাখতেন অক্ষর প্যাটেলকে। যেহেতু অক্ষরের ব্যাটের হাত কুলদীপের থেকে ভাল। কিন্তু পাণ্ডের বক্তব্য হল, অধিনায়ককে তার প্লেয়ারের উপর ভরসা রাখতে হবে। এদিকে, ‘কুলচা’ জুটিকেই আবার সাড়ম্বরে দেখতে পাচ্ছেন কুলদীপের ছোটবেলার কোচ। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে এই জুটি ম্যাজিক দেখাতে পারে।

Latest article