বেকারের দুর্দশায় হতাশ জকোভিচ

আড়াই বছরের জেল হয়েছে বরিস বেকারের। প্রাক্তন টেনিস তারকার শাস্তিতে মন ভাল নেই বর্তমান এক নম্বর নোভাক জকোভিচের

Must read

মাদ্রিদ, ২ মে : সম্পত্তি গোপন এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয়েছে বরিস বেকারের। প্রাক্তন টেনিস তারকার শাস্তিতে মন ভাল নেই বর্তমান এক নম্বর নোভাক জকোভিচের। কোনও রাখঢাক না করেই জকোভিচ বলছেন, ‘‘বেকারের সাজা ঘোষণার পর আমার হৃদয় ভেঙে গিয়েছে।’’ ২০১৪ থেকে ২০১৬, জকোভিচের কোচ ছিলেন বেকার। সেই সময় বেকারের কোচিংয়ে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছিলেন সার্ব টেনিস তারকা। প্রাক্তন কোচের শাস্তি প্রসঙ্গে জকোভিচের বক্তব্য, ‘‘উনি আমার দীর্ঘদিনের বন্ধু। বছর তিনেক আমার কোচ ছিলেন। ওঁকে আমি নিজের ঘনিষ্ঠদের একজন বলেই মনে করি। আমার সাফল্যের পিছনে ওঁর বড় অবদান রয়েছে।’’

আরও পড়ুন-এবার জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য আসছে রাজ্যের নিজস্ব পোর্টাল

জকোভিচ আরও বলেন, ‘‘আশা করি, এই কঠিন সময় উনি কাটিয়ে উঠবেন। শাস্তির মেয়াদ শেষ করে জেল থেকে বেরিয়ে আসার পর নিজের স্বাভাবিক জীবন ফিরে পাবেন। তবে আমি সত্যিই জানি না, স্বাভাবিক শব্দটা ওঁর জীবনে আদৌ ফিরে আসবে কি না। কারণ জেল থেকে বেরনোর পর ওঁর জীবনে অবশ্যই বদল আসবে।’’
জকোভিচের বাড়তি সংযোজন, ‘‘আমি ওঁর জন্য প্রার্থনা করছি। ওঁর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিকঠাক থাকুক, এটাই আমি চাই। কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে ওঁকে এই মুহূর্তে যেতে হচ্ছে।’’

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার জয়ের বর্ষপূর্তিতে  ‘মা-মাটি-মানুষ দিবস’ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন অভিষেক?

এদিকে, জকোভিচ আগেই মুখ খুলেছিলেন। এবার উইম্বলডনে রুশ খেলোয়াড়দের নিষেধাজ্ঞা নিয়ে তোপ দাগলেন রাফায়েল নাদাল। পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী (২১টি) নাদালের বক্তব্য, ‘‘আমার ধারণা, রুশ খেলোয়াড়দের সঙ্গে অন্যায় করা হল। যুদ্ধের জন্য খেলোয়াড়রা দায়ী নন। ওদের জন্য খারাপ লাগছে।’’

Latest article