প্রতিবেদন : সিঁথির একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণী কোরাল। গোপনসূত্রে খবর পেয়ে সিঁথির মোড়ের একটি বাড়িতে সোমবার আচমকাই হানা দেয় ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল। গ্রেফতার করা হয় দু’জনকে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ধৃতদের। তাদের কথার সূত্র ধরে আরও বেশ কিছু জায়গায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
আরও পড়ুন-আলিপুরদুয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সাড়ে ৩ কোটি
লক্ষণীয়, এই কোরালই সংঘবদ্ধ হয়ে সমুদ্রের অগভীরে তৈরি করে অত্যন্ত আকর্ষণীয় কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। এই দৃষ্টিনন্দন কোরাল বা প্রবাল অনেকেই ঘরের শোভাবর্ধনের জন্য ব্যবহার করেন। রাখা হয় অ্যাকোয়ারিয়ামেও। কিন্তু পরিবেশ রক্ষার স্বার্থে এর কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও মোটা টাকার বিনিময়ে গোপনে সক্রিয় পাচারকারীরা।
কোরাল রিফের আক্ষরিক অর্থ প্রবাল প্রাচীর। সমুদ্রের জলস্তরের সামান্য নিচে বা উপরে একটানা অনেকটা বিস্তৃত থাকে এই কোরাল রিফ। কোরাল হচ্ছে একধরনের অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী। এর পলিপগুলি পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে সংঘবদ্ধভাবে তৈরি করে কোরাল রিফ। ক্যালসিয়াম কার্বোনেট এবং সিলিকনের দৌলতে এই বন্ধন অত্যন্ত সুদৃঢ় কলোনির আকার নেয়।
আরও পড়ুন-স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের জন্য বরাদ্দ ৩৫ লক্ষ
অগভীর সমুদ্রের তলদেশে সবুজ, সাদা, হলুদ— নানা রঙের প্রবাল দীর্ঘাকৃতি বলয় আকারে সঞ্চিত হয়ে তৈরি হয় কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। আরও অন্যান্য সামুদ্রিক প্রাণীর কঙ্কালের ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যালগি এর সঙ্গে যুক্ত হয়ে প্রবাল প্রাচীরকে ত্রিমাত্রিক আকার দেয়।