প্রতিবেদন : জল্পনা ছিলই। তবে এবার সেই রটনাই সম্ভবত সত্যি হতে চলেছে। মালিকানা বদলের পর ট্যুইটারের ম্যানেজমেন্টও আমূল বদলে যাচ্ছে। তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, এই জনপ্রিয় মাউক্রোব্লগিং সাইট থেকে সিইও পরাগ আগরওয়ালের (Parag Agrawal) বিদায় প্রায় নিশ্চিত। চলতি বছরের শেষেই তাঁর সঙ্গে সম্পর্কে ইতি টানবেন নতুন মালিক এলন মাস্ক (Elon Musk)। একই পরিণতি হতে চলেছে আর এক ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারও। ট্যুইটারের চিফ লিগ্যাল অফিসার বিজয়া গাড্ডেকেও সরাবেন মাস্ক। যদিও মাস্কের হাতে ট্যুইটার চলে যাওয়ার পরপরই আগরওয়াল (Parag Agrawal) কর্মীদের আশ্বস্ত করেছিলেন যে, আপাতত সেরকম কিছুই ঘটছে না। তাঁর সেই ধারণা ভুল ছিল বলেই দাবি। নিউইয়র্ক পোস্টের খবর, মাস্ক (Elon Musk) ইতিমধ্যেই ট্যুইটারের পরবর্তী সিইও ঠিক করে ফেলেছেন।
আরও পড়ুন: পার্টি-বিতর্কে রাহুল, পাল্টা তোপ কংগ্রেসের
সংস্থাটির খোলনলচে বদলানোর প্রক্রিয়া তিনি পুরোদমে শুরু করে দিয়েছেন। কারণ, টেসলার মালিক ট্যুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে বলেছিলেন যে, তিনি সংস্থার বর্তমান কর্তৃপক্ষের উপর মোটেই আস্থাবান নন। মাস্কের সঙ্গে ডিলের সময়ে সবচেয়ে বেশি ঝামেলা পাকিয়েছিলেন ট্যুইটারের চিফ লিগ্যাল অফিসার বিজয়া গাড্ডে। একাধিকবার মূলত তাঁর আপত্তির কারণেই মালিকানা হস্তান্তরের বিষয়টি ভেস্তে যায়। ফলে মাস্ক তাঁকে প্রথমেই বরখাস্ত করতে চলেছেন। চাকরি গেলে ক্ষতিপূরণ বাবদ ট্যুইটারের কিছু শেয়ার পাবেন গাড্ডে। সঙ্গে সাড়ে ১২ মিলিয়ন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ কোটি ৬৯ লক্ষ টাকা। ৪৮ বছর বয়সি গাড্ডে গত সপ্তাহে ট্যুইটারের ভবিষ্যৎ সম্পর্কে সহকর্মীদের সঙ্গে আলোচনার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন বলে খবর।