প্রতিবেদন : কোভিড বা করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়ল কলকাতা পুরসভা। ২০২১-এর জানুয়ারি থেকে শুরু করে এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি নগরবাসীকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনার দাপট থেকে বাঁচতে সবচেয়ে বাস্তবসম্মত উপায় হল যত বেশি সম্ভব টিকাকরণ। তাই রাজ্য আগাগোড়াই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে টিকাকরণের উপরে। সেই সূত্রেই কলকাতা পুরসভাও আরও গতি দিয়েছে টিকাকরণ অভিযানকে। সাফল্যও মিলেছে দ্রুত।
আরও পড়ুন-প্রতিবাদে পথে আইএনটিটিইউসি
পুরসভার তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেওয়া টিকার ডোজের অঙ্ক ১ কোটি ১৪ হাজার। এর মধ্যে আছে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ। টিকা পেয়েছেন সমস্ত বয়সের মানুষই। প্রথম ডোজ পেয়েছেন ৫৩ লক্ষ ৮ হাজার ৭১১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩ লক্ষ ২৮ হাজার ৮১৫ জন। বুস্টার ডোজ মিলেছে ৩ লক্ষ ৭৫ হাজার ৯১৫ জন। লক্ষণীয়, ষাটোর্ধ্ব এবং তার কমবয়সিদের টিকাকরণের ক্ষেত্রে প্রথম থেকেই বিশেষ ভূমিকা নিয়েছে কলকাতা পুরসভা। ভ্যাকসিনের অপচয় রুখতেও পুরসভার ভূমিকা রীতিমতো প্রশংসনীয়। ভ্যাকসিনেশনের রেকর্ড গড়ার ক্ষেত্রে বিস্তর প্রতিকূলতারও মুখে পড়তে হয়েছে পুরকর্তৃপক্ষকে। কারণ অবশ্যই কেন্দ্রের অসহযোগিতা।
কখনও চাহিদার তুলনায় মিলেছে নামমাত্র ডোজ। কখনও আবার কেন্দ্র থেকে ভ্যাকসিন এসে না পৌঁছানোয় থমকে দাঁড়িয়েছে টিকা দেওয়ার অভিযান। তবুও কয়েকদিন বন্ধ থাকার পরেই নিজেরাই সমাধানের রাস্তা খুঁজে বের করেছে পুরসভা। আবার চালু হয়েছে ভ্যাকসিনেশন। রেকর্ড গড়েছে পুরসভা। টিকা পেয়েছেন মহানগরীর অধিকাংশ মানুষ।