প্রবীণ, গুরুতর অসুস্থদের বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে পুরসভা

অসহায়, প্রবীণ, রোগশয্যায় থাকা নাগরিকদের বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দিচ্ছে কাটোয়া পুরসভার স্বাস্থ্য বিভাগ।

Must read

সংবাদদাতা, কাটোয়া : অসহায়, প্রবীণ, রোগশয্যায় থাকা নাগরিকদের বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দিচ্ছে কাটোয়া পুরসভার স্বাস্থ্য বিভাগ। বাতের ব্যথা, বয়সজনিত নানান রোগভোগে একরকম বিছানাবন্দী বৃদ্ধা বেলারানি চট্টোপাধ্যায়ের চিকিৎসার সামর্থ্য নেই। পাশেও নেই তেমন কেউ। জানামাত্র সত্তরোর্ধ্ব বেলাদেবীর বাড়ি পৌঁছে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী মিত্রঠাকুর ব্যবস্থা করে দিলেন স্বাস্থ্যসাথী কার্ডের।

আরও পড়ুন-ভ্যাকসিন রেকর্ড পুরসভার

সেই সঙ্গে তাঁর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রীর লেখা শুভেচ্ছাপত্র। চৈতালী বলেন, ‘পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বেলাদেবীর বাড়ি গিয়ে ছবি তুলে আনেন ও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নাম এনরোলমেন্ট করান। উনি যাতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পান, সেই ব্যবস্থা করা হল।’ হাতে কার্ড পেয়ে আহ্লাদে আটখানা বেলা দেবী। কাটোয়ার পুরপ্রধান সমীরকুমার সাহা বলেন, ‘নতুন বোর্ড শপথ নেওয়ার পর এ পর্যন্ত ৫৫০ জনকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে।’

Latest article