রাজ্যের শহিদ পরিবারগুলিকে সাহায্যের নামে বিজেপির অর্থ সংগ্রহের নাটককে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস

গত নির্বাচনে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা চাটার্ড বিমানে করে যাতায়াত করেছেন। এজন্য কোটি কোটি টাকা খরচও হয়েছে।

Must read

প্রতিবেদন: রাজ্যের শহিদ পরিবারগুলিকে সাহায্যের নামে বিজেপির অর্থ সংগ্রহের নাটককে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এরা কি সত্যিই শহিদ? আর এরা যদি সত্যিই শহিদ হয়ে থাকেন তাহলে তাঁদের পাশে দাঁড়াতে এত সময় লাগল কেন দলের? তার আগে বুধবার ধর্মতলার মোড়ে বঙ্গ বিজেপি নেতারা অর্থ সংগ্রহের নাটক করেন। বিজেপির এই নাটক নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে ধর্মতলা মোড়ে পথে নেমে ‘শহিদ নিধি’র নামে অর্থ সংগ্রহের নাটক করেন বিজেপি নেতারা।

আরও পড়ুন-কংগ্রেসের বিক্ষোভে পড়লেন চিদম্বরম

ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তিতে শহিদ স্মরণের নামে এদিন অবস্থানে বসে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসার আগের দিন দলের নেতাদের জমায়েত করে একটা জোড়াতালি ঐক্যের ছবি দেখানোর চেষ্টা করে গেরুয়া শিবির। কিন্তু এত করেও দলের ভিতরের ফাটল ঢাকা যায়নি। গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব সাংসদ অর্জুন সিং।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে ৩০ লাখ মানুষের চিকিৎসা

এদিনের অনুষ্ঠানে থাকলেও বক্তব্য পেশ করতে চাননি অর্জুন। বিজেপির এই অর্থ সংগ্রহকে ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে ধনী দল হল বিজেপি। হিসেব বলছে, বছরে কোটি কোটি টাকা আয় তাঁদের। দিল্লিতে দলের সেভেন স্টার পার্টি অফিস। অনুদানের বৈধ তালিকায় দেশের সব দলের থেকেই তাঁরা এগিয়ে। সেই পার্টির নেতাদের এটা করা মানায় না।’
গত নির্বাচনে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা চাটার্ড বিমানে করে যাতায়াত করেছেন। এজন্য কোটি কোটি টাকা খরচও হয়েছে। আর এখন শহিদ সাজতে এই দরদ।

Latest article