প্রতিবেদন : আজ ২৫ বৈশাখ। কবিগুরুর (Rabindra Jayanti) আবির্ভাব দিবস। প্রতিবারের মতো এবারও বাঙালি তাঁর প্রাণের কবির জন্মদিন পালন করছে মহাসমারোহে। জন্মদিন পালনের প্রস্তুতি শেষ পর্যায়ে। সকাল হলেই শুরু গঙ্গাজলে গঙ্গাপুজো। রবীন্দ্রজয়ন্তীর (Rabindra Jayanti) মূল অনুষ্ঠানটি হয় মূলত শহরের দুটি জায়গায়। প্রথম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আর দ্বিতীয় অনুষ্ঠানটি হয় রবীন্দ্রসদন প্রাঙ্গণে। দুটি জায়গাতেই চলছে শেষবেলার প্রস্তুতি। জোড়াসাঁকোয় অনুষ্ঠান শুরু হবে সকালবেলায়। এর আগে রবীন্দ্রসদনের অনুষ্ঠান শুরু হত একদম ভোরবেলায়। তবে গত কয়েক বছর ধরে সেই সূচিতে কিছু পরিবর্তন হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান রবীন্দ্রসদন চত্বর ছাড়িয়ে চলে এসেছে বাইরে। গত দু’দিন ধরেই চলছে মঞ্চ বাঁধার কাজ। এদিকে বছরখানেক ধরেই এক অভিনব উদ্যোগ শুরু করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। যে কোনও অনুষ্ঠানে দফতরের উদ্যোগে চালু করা হয়েছে পছন্দের খাবারের হোম সার্ভিস। ফোন করলেই বাড়ি বসে মিলছে পছন্দের নানা মেনু। এর আগে দুর্গাপুজো, নববর্ষেও এই উদ্যোগ নিয়েছিল পঞ্চায়েত দফতর। সেই তালিকায় ঢুকে পড়ল এবার রবীন্দ্রজয়ন্তীও। দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, চাইলে ঘরে বসেই পাওয়া যাবে সুস্বাদু সব পছন্দের খাবারদাবার। সবটাই ফ্রি হোম ডেলিভারি। দুপুরের খাবারের দাম ধরা হয়েছে মাত্র ৫২৫ টাকা। দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন এই পরিষবা দিচ্ছে। এদিনের জন্য প্রতিটি লাঞ্চের প্যাকেটের দাম রাখা হয়েছে ৫২৫ টাকা। অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা থাকছে। মেনুতে থাকছে সরু চালের ভাত, দুধ শুক্তো, আম দিয়ে মাছের ঝোল, ছানার পোলাও, পাঁঠার মাংস, আমের চাটনি ও ঠাকুরবাড়ির ক্ষীর। কলকাতা পুরসভা এলাকা ছাড়াও, বিধাননগর, বরাহনগর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় মিলবে। পরিষেবা দেবে সিএডিসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রবীন্দ্রজয়ন্তীতে সেজে উঠছে শহর