ম্যাঞ্চেস্টার, ৮ মে : ব্রাইটনের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন ফুটবলাররা। তাঁদের ম্যান ইউয়ের জার্সি পরার যোগ্যতাই নেই বলে কটাক্ষ করেছেন সমর্থকরা। মাঠে থেকেও কিছু করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দলের অন্তর্বর্তী কোচ রাল্ফ রাংনিক। আগামী মরশুমের নতুন কোচ এরিক টেন হ্যাগ ইঙ্গিত দিয়েছেন, পর্তুগিজ তারকাকে ছাড়াই তাঁর চলতে পারে। এমন অবস্থায় তাঁর কী করা উচিত, তা জানতে স্যার অ্যালেক্স ফার্গুসনের (Alex Ferguson) শরণাপন্ন হলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর ম্যান ইউতে থাকা উচিত কি না, সেটাই প্রাক্তন কোচের কাছে জানতে চেয়েছেন তিনি। চেশায়ারে রোনাল্ডোর বাড়ির খুব কাছেই ফার্গুসনের বাড়ি। গত কয়েক দিনে বেশ কয়েকবার বৈঠক হয়েছে সিআর সেভেন ও ফার্গির মধ্যে। কখনও ফার্গির বাড়িতে গিয়েছেন রোনাল্ডো, আবার পর্তুগিজ তারকার আতিথেয়তা গ্রহণ করেছেন প্রাক্তন ম্যান ইউ বস। সেখানে মূল আলোচনার বিষয়ই ছিল, ওল্ড ট্র্যাফোর্ডে রোনাল্ডোর ভবিষ্যৎ। সূত্রের খবর, ফার্গি রোনাল্ডোকে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। এখনই সিদ্ধান্ত নিতে বারণ করেছেন।
আরও পড়ুন: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি সুনীল কান্তি রায়, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর