সংবাদদাতা, কাঁথি : মাছচাষে অন্যান্য জেলাকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে পূর্ব মেদিনীপুর। জেলার মৎস্যচাষে অভূতপূর্ব সাফল্যের পিছনে মহিলাদের ভূমিকা নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। মৎস্যজীবী ফোরামের সহযোগিতায় চেন্নাইয়ের এক প্রতিনিধিদল কাঁথির বগুড়ান জলপাই এবং ময়না এলাকা ঘুরে শুটিংয়ের কাজ শুরু করেছে। বগুড়ান জলপাই এলাকা সমুদ্র উপকূলে অবস্থিত। এখানকার মহিলারা জাল টেনে সমুদ্র থেকে মাছ তোলা, মাছ বাছাই, শুঁটকি মাছ তৈরি-সহ বিভিন্ন কাজ করেন।
আরও পড়ুন-তাজমহলে দুরমুশ বিজেপি, ইয়ার্কি হচ্ছে? মামলা খারিজ করে বলল কোর্ট
ময়না এলাকায় মিষ্টি জলে মাছচাষের সঙ্গেও মহিলারা যুক্ত। মাছ উৎপাদন কিংবা সমুদ্র থেকে এনে তাকে শুঁটকি মাছের রূপ দিয়ে বাজারজাত করার কাজে মহিলাদের কঠোর পরিশ্রমকেই মূলত তুলে ধরার চেষ্টা করছে ভিনরাজ্যের সংস্থাটি। মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, ‘জেলা মৎস্য উৎপাদন ও সমুদ্র থেকে মাছ সংগ্রহের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। এই সাফল্যের পিছনে মহিলাদের ভূমিকা বেশ বড়। মৎস্যজীবী মহিলারা সরকারের থেকে কতটা সহযোগিতা পান, কীভাবে পরিশ্রম করেন সবই থাকছে তথ্যচিত্রে।
আরও পড়ুন-বৃষ্টিতে জলের নিচে পাকা ধান দুশ্চিন্তায় ঘুম উধাও চাষিদের
ইতিপূর্বে গ্রামীণ মহিলাদের মৎস্যচাষে উৎসাহিত করতে হলদিয়া ব্লক মৎস্য দফতর বিভিন্ন কর্মসূচি নেয়। ইলিশ মাছ রক্ষার সচেতনতা মিছিলও করে হলদিয়া ব্লক মৎস্য বিভাগ। বাড়ির নিকটবর্তী ছোট পুকুর বা ডোবায় মাছচাষে এগিয়ে আসা মহিলাদের মধ্যে ৩০ জনকে বেছে নিয়ে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, হলদিয়া পঞ্চায়েত সমিতি, মৎস্য বিভাগের উদ্যোগে কর্মসূচি নেওয়া হয়। মহিলাদের মৎসচাষে সংযুক্তিকরণের জন্য সরকারিভাবেও যে চেষ্টা তাও থাকছে তথ্যচিত্রটিতে।