সংবিধান পড়ুন

বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় রিজিজুর লক্ষ্মণরেখা মন্তব্যের তীব্র কটাক্ষ করেন দেশের প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম।

Must read

অবিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে বাগ্‌যুদ্ধে নেমে পড়েছে কংগ্রেস ও বিজেপি। বুধবার শীর্ষ আদালত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ স্থগিত রাখে। সুপ্রিম নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি আদালত এবং তার স্বাধীনতাকে সম্মান করেন। তবে এমন একটি লক্ষ্মণরেখা আছে যা অতিক্রম করা যায় না।

আরও পড়ুন-মৎস্যচাষের সাফল্যে মহিলাদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র

বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় রিজিজুর লক্ষ্মণরেখা মন্তব্যের তীব্র কটাক্ষ করেন দেশের প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন, কোনও স্বেচ্ছাচারী লক্ষ্মণরেখা টানার অধিকার নেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর। মন্ত্রীর উচিত সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদ পড়ে নেওয়া। সেখানে বলা হয়েছে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হয় এমন কোনও আইন আইনসভা প্রণয়ন করতে পারে না। সাংবিধানিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলে কোনও আইন বাতিল করা যেতে পারে।

Latest article