নতুন সিইসি রাজীব কুমার

উল্লেখ্য, ঝাড়খণ্ড ক্যাডারের এই আইএএস অফিসার ২০২০ সালে নির্বাচন কমিশনের সদস্য নিযুক্ত হন। তিন দশকের কর্মজীবনে রাজীব কুমার কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন

Must read

প্রতিবেদন : দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ১৪ মে। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করে নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করেন। আইনমন্ত্রী ট্যুইট করেন, সংবিধানের ৩২৪ ধারার ২ নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজীব কুমারকে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন।

আরও পড়ুন-সংবিধান পড়ুন

১৫ মে থেকে দায়িত্ব নেবেন রাজীব কুমার। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে শুভেচ্ছা জানাই। উল্লেখ্য, ঝাড়খণ্ড ক্যাডারের এই আইএএস অফিসার ২০২০ সালে নির্বাচন কমিশনের সদস্য নিযুক্ত হন। তিন দশকের কর্মজীবনে রাজীব কুমার কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন

Latest article