প্রতিবেদন : নজিরবিহীন রায়। আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত হলেও কোনও শাস্তি হল না প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh)। বিধাননগরের এমপি-এমএলএ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য শুক্রবার এই মামলার রায় ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘কুণাল ঘোষ (Kunal Ghosh) দোষী সব্যস্ত। আত্মহত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু শাস্তি দেব না।’’ এরই পাশাপাশি বিচারকের পর্যবেক্ষণ, কুণালের সিদ্ধান্ত সঠিক ছিল না। যত অবসাদই আসুক, আত্মহত্যা তার সমাধান নয়। বিচারকের কথায়, ‘‘শুধু ওঁকে বলব, এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। কিন্তু যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না।’’ বিচারপতি কুণালকে বলেন, ‘‘আপনি বিশিষ্ট সাংবাদিক, প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সমাজ আপনার কাছে অনেক কিছু আশা করে। আপনারও আরও অনেক কিছু দেওয়ার আছে সমাজকে। আপনি মামলা লড়ুন আইনের পথ ধরে। কাজ চালিয়ে যান। ভবিষ্যতে আর আত্মহত্যার চেষ্টা করবেন না। তিরস্কারটাই শাস্তি।’’ মামলায় সরকারপক্ষের হয়ে সওয়াল করেন সিপিপি শান্তময় ঘোষ এবং এপিপি সোমা মণ্ডল। কুণাল ঘোষের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী।
আরও পড়ুন: আইএনটিটিইউসি-র নতুন কমিটি হল পশ্চিম বর্ধমানে